অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফ জয়ের মাসেই তাদের অনুজরা দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার মিশনে এখন নেপালে। হিমালয়ের দেশটির রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ।
ঘরের মাঠে আফঈদা, সাগরিকাদের চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনের অনুপ্রেরণা নিয়ে বুধবার দুপুরে নেপাল গেছে অর্পিতা বিশ্বাসরা। বেশিরভাগ নতুন ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে আরেকটি সাফল্যের খোঁজে মেয়েদের প্রধান কোচ সাইফুল বারী টিটু।
বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। দল চারটি বলে খেলা হবে লিগ ভিত্তিক। শীর্ষ দুই দল মোকাবিলা করবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। শুক্রবার টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ প্রথম মাঠে নামবে পরের দিন। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। উদ্বোধনী দিনে ভারত খেলবে ভুটানের বিপক্ষে।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ৫ মার্চ। শেষ ম্যাচ ৮ মার্চ ভুটানের বিপক্ষে। ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ১০ মার্চ। নেপাল যাওয়ার আগের দিন মঙ্গলবার দলের কোচ ও অধিনায়ক কাঠমান্ডুতে ভালো কিছু করার প্রত্যাশার কথা শুনিয়েছেন। বাংলাদেশের প্রথম লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনাল নিশ্চিত করা। তারপর চোখ শিরোপায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।