ঢাকাMonday , 30 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কাজাখস্তানে জিএম নর্মের সম্ভাবনা ফাহাদের

Sahab Uddin
October 30, 2023 12:01 am
Link Copied!

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য হন্যে হয়ে নানা দেশ ঘুরেছেন। অবশেষে কাজাখস্তানে নর্ম পাওয়ার জোর সম্ভাবনা জাগিয়েছেন। কাজাখস্তানের পাভলোদার ওপেন দাবায় অস্টম রাউন্ড শেষে ৫ পয়েন্ট ফাহাদের। আগামীকাল নবম রাউন্ডে জয় পেলে জিএম নর্ম অনেকটাই নিশ্চিত হবে ফাহাদের।

কাজাখস্তান থেকে ফাহাদ বলেন, ‘আগামীকালের প্রতিপক্ষ এবং ফলাফলের উপর নির্ভর করছে। আমার প্রতিপক্ষ ২৫০০ প্লাস রেটিং এবং আমি জিততে পারলে নর্ম অনেকটাই নিশ্চিত হবে।’ ফাহাদের সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের আন্তর্জাতিক বিচারক হারুনুর রশিদ, ‘ফাহাদের জিএম নর্মের সম্ভাবনা রয়েছে তবে নির্ভর করছে কালকের পেয়ারিং (প্রতিপক্ষের) উপর।’ জিএম নর্মের জন্য সাধারণত নয় রাউন্ডের মধ্যে ৬ পয়েন্ট অর্জন এবং কয়েকজন জিএমকে মোকাবেলা করে পারফরম্যান্স রেটিং ২৫০০ প্লাস হতে হয়।

আন্তর্জাতিক দাবা অধিকাংশ ক্ষেত্রে নয় রাউন্ডের হয়। কাজাখস্তানের এই প্রতিযোগিতা অবশ্য দশ রাউন্ডের। তাই একটা বাড়তি সুবিধা রয়েছে বলে মনে করেন ফাহাদ, ‘কালকের ম্যাচে যদি আমি ড্র’ও করি তাহলেও সুযোগ থাকছে দশম রাউন্ডে জিতে নর্ম পাওয়ার।’

কাজাখস্তানে ফাহাদ দুর্দান্ত ফর্মে রয়েছেন। আট রাউন্ডের মধ্যে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন আবার দুই জনকে ড্র করে রুখে দিয়েছেন। ভালো ফর্ম থাকলেও আজ অস্টম রাউন্ডে জিতেও খানিকটা আফসোস ফাহাদের, ‘আমি গত সাত রাউন্ডেই ২৫০০ প্লাসের সঙ্গে খেলেছি। আজ আকস্মিকভাবে ২০০০ প্লাস রেটিংয়ের সঙ্গে খেলা পড়ে। এই ম্যাচটি ভালো রেটিংধারীর সঙ্গে পড়লে এবং জিতলে আমার নর্ম অর্জনের আরো বেশি সুযোগ থাকত।’ কালকের পেয়ারিংয়ে অবশ্য ২৫০০ প্লাস প্রতিপক্ষ পাবেন বলেই ধারণা ফাহাদের, ‘কাল ২৫০০ প্লাস পাব অনেকটাই নিশ্চিত। তবে কাল জেতাটা একটু কঠিন হতে পারে। কারণ কালো নিয়ে খেলব, লক্ষ্য থাকবে জেতার এরপরও অন্তত ড্র নিয়ে যেন খেলা শেষ করে দশম রাউন্ডে জিতে নর্ম পেতে চাই।’

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জিএম নর্মের জন্য গত ছয় মাস অক্লান্ত পরিশ্রম করেছেন। ইউরোপের নরওয়ে, গ্রিস, দুবাইসহ নানা দেশে অনেক টুর্নামেন্ট খেলেছেন। কিছু টুর্নামেন্টে খারাপ করেছেন আবার কিছু টুর্নামেন্টে সম্ভাবনা জাগিয়েও পারেননি। তবে কাজাখস্তানেই সবচেয়ে বেশি সম্ভাবনা সৃষ্টি করেছেন।

গ্র্যান্ডমাস্টার হতে হলে তিনটি জিএম নর্ম এবং ২৫০০ প্লাস রেটিং প্রয়োজন। ফাহাদ একটি নর্মের উদ্দেশ্য লড়াই করছেন। কাজাখস্তান থেকে একটি নর্ম হলে আরো দু’টি নর্ম লাগবে তার। ফাহাদের বর্তমান রেটিং ২৪০০ প্লাস। বাংলাদেশে পাচজন গ্র্যান্ডমাস্টার রয়েছে। কাজাখস্তানে চলমান টুর্নামেন্টে ১৮ টি দেশের ১৫ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন মহিলা গ্র্যান্ড মাস্টারসহ ৮৬ জন দাবাড়– অংশগ্রহন করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।