রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন মুশফিকুর রহিম। ডান কাঁধে পাওয়া সে চোটের জেরে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
শনিবার (৩১ আগস্ট) দ্বিতীয় সেশনে হাসান মাহমুদের বলে স্ট্রেইট ড্রাইভ খেলেন বাবর আজম। বল ঠেকাতে ডাইভ দেন মুশফিক। সে সময় কাঁধে চোট পান তিনি।
মুশফিককে প্রাথমিক শুশ্রূষা দিতে সঙ্গে সঙ্গে মাঠে আসেন ফিজিও। তবে এর কিছু সময় পর ফিজিওর সঙ্গে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেন মুশফিক। চোট কতটা গুরুতর, সে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুশফিকের ব্যাটিং বীরত্বে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে জয় পায় বাংলাদেশ। ম্যাচে দলের প্রথম ইনিংসে ১৯১ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন মুশফিক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।