বিশ্বকাপের পর থেকেই কাঁধের সমস্যায় ভুগে মাঠের বাইরে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন দেশসেরা এই পেসার। আশায় আছেন বিপিএলে মাঠে নামার।
গত কয়েকদিন ধরেই তার দেখা মিলছে হোম অব ক্রিকেটে। বিকেলে হালকা রানিং ও বোলিং করছেন তাসকিন। কি অবস্থা এখন ইনজুরির? কবে নাগাদ মাঠে নামতে পারবেন?
তাসকিনের আশাবাদী উচ্চারণ, ‘আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো। কাঁধে একটু সমস্যা হয়েছিল। এখন মাশআল্লাহ আগের চেয়ে ভালো। বিপিএলটাই লক্ষ্য। বিপিএল দিয়ে আবার শুরুর ইচ্ছে। নতুন বছরের শুরুটা আবার ভালো হোক।’
মাঝে একটা লম্বা বিরতির পর পাঁচ সেশন ধরে পূর্ণ রানআপে বোলিং করছেন। তা জানিয়ে তাসকিন বলেন, ‘হ্যাঁ পূর্ণ রানআপে বোলিং শুরু করেছি। এ নিয়ে ৫টা সেশন বোলিং করলাম। আগের চেয়ে ভালো অনুভূত হচ্ছে। তবে বিপিএলের এখনও প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। এখন পর্যন্ত বিপিএলটাই পরিকল্পনা। সব ঠিক থাকলে ওটা দিয়েই শুরু করার লক্ষ্য।’
নিউজিল্যান্ডে তার সহযোগি পেসারদের বোলিং দেখে ভাল লেগেছে তার। সে সম্পর্কে তাসকিনের মূল্যায়ন, ‘আসলে খুবই স্বস্তি ও সন্তুষ্টির একটা বিষয়। সবাই এত দারুন বোলিং করেছে! এটা খুবই স্বস্তির। দিন শেষে পেসারদের দাপটে এই প্রথম আমরা নিউজিল্যান্ডে জয় পেয়েছি। পেসার হিসেবে এটা অনেক শান্তির।’
শুধু ভাল লাগা নয়, নিজে ওই পেস বহরে থাকতে না পারার অক্ষেপও কিন্তু কম নয়। তাইতো মুখে এমন অনুশোচনার কথা, ‘আমিও অনেক মিস করেছি। কারণ আমি নিউজিল্যান্ডে বোলিং করতে সবসময় খুব উপভোগ করি। নিউজিল্যান্ডের উইকেটে সিম মুভমেন্ট খুব ভালো পাওয়া যায়। ওখানে থাকতে পারলে আমি আরও উপভোগ করতাম। জয়ের সাক্ষী হিসেবে আমিও থাকতে পারতাম। দিনশেষে আমাদেরই তো দল। সবাই আমরা একই। জিততে পারাটাই বড়। সামনে বাংলাদেশের পেস বিভাগ আরও ভালো করবে। সবাই মিলে আরও জয় উপহার দেব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।