ঢাকাWednesday , 25 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কমনওয়েলথ গেমসে ৪ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ

BDKL DESK
June 25, 2025 10:27 pm
Link Copied!

আগামী বছর ব্রিটেনের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের আসর। ২০২৬ সালের ২৩ জুলাই থেকে ২ আগস্ট গ্লাসগোতে অনুষ্ঠিতব্য গেমসে মোট দশটি ডিসিপ্লিনে খেলা হবে। এর মধ্যে মাত্র চার ডিসিপ্লিনে বাংলাদেশের ১৫ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্সে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত এসেছে। ভারত্তোলন কোয়ালিফাই করা সাপেক্ষে গেমসে অংশ নেওয়ার সুযোগ পাবেন ৫ জন।

দক্ষিণ এশিয়ার বাইরে বড় আন্তর্জাতিক গেমসের মধ্যে একমাত্র কমনওয়েলথ গেমসেই বাংলাদেশের স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে। বিশেষ করে শ্যুটিংয়ে একাধিক পদক রয়েছে এই প্রতিযোগিতায়। ২০১৮ গোল্ডকোস্ট গেমসে শ্যুটার শাকিল সর্বশেষ রৌপ্য পদক জেতেন।

২০২২ বার্মিংহাম গেমসে শ্যুটিং ও আরচ্যারি ইভেন্ট ছিল না। তাই বাংলাদেশ সেবার পদকশূন্য ছিল। এবার আরচ্যারি ইভেন্ট থাকলেও শ্যুটিং না থাকায় পদকের আশা সেই অর্থে নেই।

বিওএ নির্বাহী কমিটির সভায় কমনওয়েলথ গেমসের ডিসিপ্লিন চূড়ান্ত ছাড়াও আসন্ন এশিয়ান ইয়ুথ ও ইসলামিক সলিডারিটি গেমসের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। বক্সিং,কারাতে কাবাডি, উশু, তায়কোয়ান্দো, ব্যাডমিন্টন, শ্যুটিং ও ভারত্তোলন ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে আসন্ন তিন গেমসে (এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি ও এসএ গেমস) সরকার থেকে বাজেট প্রাপ্তি সাপেক্ষে খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

বিওএ’র ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১২.৪০ কোটি টাকার সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৬.১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব পরবর্তী সাধারণ সভায় উপস্থাপনের জন্য অনুমোদিত হয়। জুলাই ও অক্টোবরে দু’টি বার্ষিক সাধারণ সভা করবে বিওএ। গঠনতন্ত্র যুগোপযোগী করতে একটি বিশেষ কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদন নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাহী সভা অনুষ্ঠিত হবে।

নির্বাহী সভার আগে বিওএ সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশের অধিক ফেডারেশনের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ময়মনসিংহে নির্মিতব্য অলিম্পিক ক্রীড়া কমপ্লেক্স, আসন্ন গেমসসহ ক্রীড়াঙ্গনের সামগ্রিক আলোচনা হয়। দেশের বাইরে থাকায় উপস্থিত ছিলেন না ফুটবল ফেডারেশনের সভাপতি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভায় উপস্থিত থেকে ক্রিকেট ও সামগ্রিক ক্রীড়ার উন্নয়নে মতামত দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।