গত ১৪ সেপ্টেম্বর ফেসবুকে এক ভিডিও বার্তায় দেশসেরা ওপেনার তামিম ইকবাল জানিয়েছিলেন, ‘তিনটি সহজ কাজ করলেই তার ভক্তদের মধ্যে একজন পাবেন আইফোন-১৫।’ কী সেই কাজ? সেটি ওই ভিডিওতেই জানিয়ে দেন তিনি।
দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর একটি ক্যাম্পেইনের প্রচারণায় ভিডিওটি প্রচার করতে দেখা যায় তামিমকে। ওই ঘোষণার ঠিক তিন মাস পর আবারও হাজির হলেন এই ক্রিকেটার। এবার জানালেন, ‘নগদ’-এর সেই ক্যাম্পেইন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি আইফোন-১৫।
বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ওই ব্যক্তির হাতে মোবাইল ফোনটি তুলে দেওয়ার একটি স্থিরচিত্র প্রকাশ করে তামিম লিখেছেন, মনে আছে তো, কথা দিয়েছিলাম? কথা কিন্তু রেখেছি! ‘১, ২, ৩ নগদে আইফোন-১৫’ ক্যাম্পেইনে বিজয়ী হয়েছেন মো. মর্তুজ আলী। সেই বিজয়ীর হাতেই তুলে দিলাম আইফোন। অনেক অনেক অভিনন্দন তাকে। নগদকে সাথে নিয়ে সামনে আবারও আসবো এমন সব দারুণ প্রমিজ নিয়ে, সাথেই থাকুন।’
উল্লেখ্য, ২০২১ সালে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পান তামিম। চলতি বছরেই এই ক্রিকেটারের সঙ্গে আজীবনের জন্য চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।