ঢাকাThursday , 30 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে আক্ষেপ লিটনের

BDKL DESK
October 30, 2025 8:14 am
Link Copied!

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নিলেও সংক্ষিপ্ত এই ফরম্যাটে জিতেছিল টানা চার সিরিজ। সেই ধারাবাহিকতা ধরে রেখে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু টানা দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামে অনুষ্ঠিত দুই ম্যাচেই বাজে ফিল্ডিং করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও ক্যাচ মিসের সঙ্গে ফিল্ডিং মিসেও কিছু রান দিয়েছিল তারা। এরপরও ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও চার চারটি ক্যাচ ফেলেছে ক্যারিবীয়রা। তারপরও ১৫০ রানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। হেরেছে ১৪ রানে।

ব্যাটিংয়ে তাওহীদ হৃদয় থেকে শুরু করে , জাকের আলি অনিক, শামীম পাটোয়ারীরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। এমন সিরিজের হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিলেন টাইগার অধিনায়ক লিটন দাস। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন দলের ব্যাটাররা। যেন কিছুতেই উন্নতির চেষ্টাটুকুও নেই! তাই এমন হারে দুঃখবোধ হচ্ছে এই উইকেটকিপার ব্যাটারের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন সম্প্রচার মাধ্যমকে আক্ষেপের সুরে বলেন, ‘গত ২-৩ সিরিজে বোলাররা ভালো করেছেন। বোলারদের জন্য আমি সত্যিই দুঃখিত। তারা ভালো করছে, কিন্তু আমরা ব্যাটাররা ম্যাচ শেষ করতে পারছি না।’

পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে লিটন বলেন, ‘চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত। তারা ভালো বোলিং করেছে। তবে দুই ম্যাচেই ভালো ফিল্ডিং করেনি, তারপরও তারা জিতে যাচ্ছে।’

‘সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২–১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।’

এদিকে ক্যাচ মিস করার পরও ম্যাচ জিততে পারায় খুশি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ, ‘ক্যাচ ম্যাচ জেতায়, আমরা ফিল্ডিংয়ে ভালো করতে পারিনি। তারপরও শেষ টানতে পেরেছি। দিন শেষে জয়টাই মানুষ মনে রাখে। ওয়ানডে হারের ধাক্কা খেলোয়াড়রা সামলে উঠেছে দেখে ভালো লাগছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।