আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে সিরিজের শেষ ম্যাচে লড়ছে দুই দল। তবে এর মধ্যেই আজ (সোমবার) সন্ধ্যায় বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ১১ জনের এই বহরে রয়েছেন নবনিযুক্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
টেস্ট দলটি অবশ্য প্রথমে দুবাইতে পৌঁছাবে, এরপর ওয়ানডে দলে থাকা বাকি ক্রিকেটাররা যোগ দেবেন টেস্ট দলের সঙ্গে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের দলেও নেই সাকিব আল হাসান।
এ ছাড়া চোটের কারণেই আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। সর্বশেষ ইনজুরির তালিকায় যুক্ত হলো নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র নাম। ফলে তিনি আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। যদিও এখনও তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।