ঢাকাFriday , 27 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন স্কোয়াডের ৮ সদস্য

BDKL DESK
June 27, 2025 9:19 pm
Link Copied!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে শুক্রবার (২৭ জুন) প্রথমধাপে শ্রীলঙ্কা গেলেন স্কোয়াডের ৮ সদস্য। বাকিরা যাবেন শনিবার। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা না বললেও সিরিজ জয়ের সংকল্প ক্রিকেটারদের। এই সিরিজ দিয়ে মিরাজের নেতৃত্বে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে বাংলাদেশ।

মিরপুরের একাডেমিতে থাকা ক্রিকেটাররা এলেন একসঙ্গে, সবার আগে তানজিম সাকিব। এরপর একে একে বের হলেন তানজিদ তামিম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমনরা। চুপিসারে ক্যামেরা এড়িয়ে মোস্তাফিজুর রহমান ও শামীম পাটোয়ারি, তাওহীদ হৃদয় ব্যক্তিগত গাড়িতে; কোভিড পরবর্তী ক্রিকেটে এমন দৃশ্যে এখন নিয়মিত।

নানা কারণে এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। শান্তর পর ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মিরাজ যুগের পথচলা। সবই শুরু হচ্ছে লঙ্কা পুরিতে। শ্রীলঙ্কার সঙ্গে এই ফরম্যাটে সাম্প্রতিক রাইভালিটিও সিরিজকে দিচ্ছে বাড়তি রোমাঞ্চ। আরও একটা কারণে গুরুত্ব পাচ্ছে লঙ্কা-বাংলা সিরিজ। সেটা ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার হিসাব। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১০-এ থাকা টাইগারদের সরাসরি আফ্রিকা বিশ্বকাপে জায়গা পেতে হলে ২৭ এর ৩১ মার্চের মধ্যে থাকতে হবে সেরা আটের মধ্যে। হাতে সময় থাকলেও পয়েন্টের হিসেবে প্রতিটি সিরিজই তাই পাচ্ছে বাড়তি গুরুত্ব।

দেশত্যাগের আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ক্রিকেটাররা। তবে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে গেলেন সিরিজ জয়ের প্রত্যাশা। ২০২১ আর ২০২৪; সবশেষ দুই সিরিজ জয়ে যে আত্মবিশ্বাস বেড়েছে আরও।

কলম্বো পৌঁছে একদিন বিশ্রাম শেষে রঙিন পোশাকের সিরিজকে সামনে রেখে রোববার থেকে শুরু হবে টাইগারদের অনুশীলন। শান্ত-মিরাজ-লিটন-জাকেরসহ টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন ম্যাচ শেষে।

২ জুলাই কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৫ ও ৮ জুলাই। সিরিজের প্রথম দুই ম্যাচ প্রেমাদাসায় হলেও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। ওয়ানডে শেষে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।