অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৯৯ রান করে ভারত। এদিন ব্যাট হাতে ১৮টি ছক্কা হাঁকান ভারতীয় ব্যাটাররা। এর মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েছে দলটি।
অজিদের বিপক্ষে ১৮ ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে বিশ্বের একমাত্র দল হিসেবে ৩,০০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছে ভারত।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের পাঁচ ব্যাটার ছক্কা হাঁকিয়েছেন। সর্বোচ্চ ছয়টি ছক্কা এসেছে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। শুভমন গিল মেরেছেন চারটি ছক্কা। শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল তিনটি করে ছক্কা মেরেছেন। বাকি দু’টি ছক্কা এসেছে ঈশান কিষানের ব্যাট থেকে।
এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর জন্য ভারতের আরও দু’টি ছক্কার দরকার ছিল। ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ও ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯টি করে ছক্কা মেরেছিলেন ভারতীয় ব্যাটাররা। ২০০৭ সালে পোর্ট অফ স্পেনে বারমুডা ও ২০০৯ সালে ক্রাইস্টচার্চে কিউইদের বিপক্ষে ১৮টি করে ছক্কা হয়েছিল ভারতীয় ইনিংসে। সেই তালিকায় যোগ হল এই ম্যাচ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।