ঢাকাThursday , 6 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

BDKL DESK
March 6, 2025 12:33 am
Link Copied!

অনেক আলোচনা-সমালোচনার পর এবার নিজেই সিদ্ধান্ত জানালেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন এ ক্রিকেটার।
বুধবার (৫ মার্চ) রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন মুশফিক।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর খেলে সিনিয়ররা বিদায় নেবেন এমন গুঞ্জন ছিল অনেক আগের। নানা নাটকীয়তায় দলে আর ফেরেননি তামিম ইকবাল। রাজনৈতিক পট পরিবর্তন ও বোলিং অ্যাকশনের কারণে খেলা হয়নি সাকিব আল হাসানের। নাজমুল হোসেন শান্তদের সঙ্গে সিনিয়র হিসেবে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আসরে তাদের বাজে পারফরম্যান্স হয়েছিল প্রশ্নবিদ্ধ। এরপর আসর শেষেও দুজন থেকে অবসরের ঘোষণা না আসায় ক্রিকেটপাড়ায় চলছিল জোর সমালোচনা।
তবে খুব বেশি সময় বোর্ডকে অপেক্ষায় রাখেননি মুশফিক। ৪০ এর দোরগোড়ায় থাকা মাহমুদউল্লাহ এখনো কিছু না জানালেও নিজের সিদ্ধান্তের কথা বুধবার রাতে জানিয়ে দিলেন ৩৭ বছর বয়সী মুশফিক।
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লেখেন, ‘ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি।’
এরপর তিনি যোগ করেন, ‘সব কিছুর জন্য শুকরিয়া। হয়তো বৈশ্বিক আসরে আমাদের অর্জন সীমিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যখনই দেশের জন্য মাঠে পা রেখেছি, সততার সঙ্গে নিজের শতভাগ উৎসর্গ করেছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন গিয়েছে। আমি এই উপলব্ধিতে এসেছি যে এটাই আমার গন্তব্য।’
এরপর পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে লেখেন, ‘আল্লাহ যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে সঠিক ইমান দান করুক।’
অবসর ঘোষণার শেষে পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মুশফিক লেখেন, ‘সবশেষে , আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থকদের অশেষ ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। যেখানে ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটির কল্যাণে ৭৭৯৫ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। যেকোনো সময় অবসর নিতে পারেন টেস্ট ফরম্যাট থেকেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।