ঢাকাSaturday , 31 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও দশে নেমে গেল বাংলাদেশ

BDKL DESK
May 31, 2025 6:48 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটে যেন দুর্দিনের শুরু হলো। চলতি মাসের শুরুতে প্রিয় ফরম্যাট ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দশে নেমে গিয়েছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের পর, পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে এবার টি-টোয়েন্টিতেও একই দশা লাল সবুজদের।
সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২৫। সহযোগী দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে পাকিস্তানে পা রাখে লিটন দাসের দল। সেখানেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না লাল সবুজরা। তিন ম্যাচের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে খুইয়েছে সিরিজ।
সব মিলিয়ে টানা চার ম্যাচ হারায় মোট ৫ পয়েন্ট কাঁটা গেছে বাংলাদেশের। তাতে ২২০ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের নিচে নেমে দশে অবস্থান করছে লিটনরা। ২২৩ পয়েন্ট নিয়ে নয়ে উঠে এসেছে আফগানিস্তান।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলেও অবশ্য ১১তম স্থানে নেমে যাওয়ার শঙ্কা নেই। কারণ ১১তে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ২০২। তবে সহযোগী দেশের বিপক্ষেও সিরিজ হারে আরও অবনতি হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
২৭১ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া, ২৫৪ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড, ২৪৯ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড আর ২৪৬ পয়েন্ট নিয়ে সেরা পাঁচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৪৫ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে দক্ষিণ আফ্রিকা, ২৩৫ পয়েন্ট নিয়ে সাতে শ্রীলঙ্কা আর ২২৯ পয়েন্ট নিয়ে আটে পাকিস্তান।
এর আগে গত ৫ মে আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছিল বাংলাদেশ। প্রিয় ফরম্যাটটিতে ১৯ বছর পর এমন অধঃপতন হলো টাইগারদের। টেস্টে অবশ্য এখনো নয়ে অবস্থান করছে লাল সবুজরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।