ঢাকাThursday , 12 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ

BDKL DESK
June 12, 2025 7:38 pm
Link Copied!

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজকে। তাকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

লিটন দাসকে টি-২০ অধিনায়ক করা হয়েছে। নাজমুল শান্ত আরও এক বছর টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে শ্রীলঙ্কা সফরের আগেই নিশ্চিত করেছে বিসিবি।

এর আগে তিন ফরম্যাটে নাজমুল শান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। ওই টুর্নামেন্ট শেষে টি-২০র নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অধিনায়ক ছিলেন শান্ত। সেখানে ভালো করতে পারেনি দল।

মিরাজকে ওয়ানডের অধিনায়ক করার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিসিবির বার্তায় বলেছেন, ‘বোর্ড মনে করছে ব্যাটে-বলে মিরাজের পারফরম্যান্স, মাঠে তার লড়াই করার সামর্থ্য ও দলকে উদ্বুদ্ধ করার ক্ষমতা তাকে অধিনায়ক হওয়ার আদর্শ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে। আমরা বিশ্বাস করি, এই ফরম্যাটে তার বিচক্ষণতা ও পরিপক্কতা দলকে এগিয়ে নেবে।’

মিরাজ এর আগে নাজমুল শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে চার ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের জার্সিতে ১০৫টি ওয়ানডে খেলেছেন। আইসিসির ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে চারে আছেন। ওয়ানডেতে অন্তত এক হাজার রান করা ও একশ’ উইকেট নেওয়া চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার মিরাজ।

ওয়ানডের নেতৃত্বভার পেয়ে উচ্ছ্বসিত মিরাজ বিসিবির বার্তায় বলেছেন, ‘বোর্ডের থেকে নেতৃত্বভার পাওয়া আমার জন্য অনেক সম্মানের। যেকোন ক্রিকেটারের জন্য দেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নের মতো। বোর্ড আমার প্রতি আত্মবিশ্বাস দেখানোয় আমি কৃতজ্ঞ। এই দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে। নির্ভীক ক্রিকেট খেলার মতো প্রতিভা ও সামর্থ্য আমাদের আছে। দেশের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।