রান তাড়া করে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ১০ উইকেটের। চলতি বছর সিলেটে আয়ারল্যান্ডকে ১০১ রানে গুটিয়ে দিয়ে ১৩.১ ওভারেই (২২১ বল হাতে রেখে) কোনো উইকেট না হারিয়ে রান তাড়া করেছিল টাইগাররা।
৯ উইকেটের জয় তো আছে বেশ কয়েকটা। আজকের (২৩ ডিসেম্বর) আগে ওয়ানডেতে বাংলাদেশের ৯ উইকেটের জয় ছিল ৫টি। আজ ষষ্ঠবারের মতো এত বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
তবে উইকেট আর বল হাতে রেখে পাওয়া জয় ধরলে কিউইদের বিপক্ষে আজকের জয়টি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সেরা।
নিউজিল্যান্ডকে আজ মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ১৫.১ ওভারেই রান তাড়া করেছে বাংলাদেশ। ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের আগের পাঁচটি ৯ উইকেটের জয়ে এত বেশি বল হাতে রেখে জেতার রেকর্ড নেই।
তবে শুধু বল হাতে রেখে জেতার হিসেব করলে সবার ওপরে থাকবে ২০০৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া জয়টি। ৬ উইকেটের সে জয়ে ২২৯ বল হাতে ছিল বাংলাদেশের। জিম্বাবুয়েকে ৪৪ রানে গুটিয়ে জয় তাড়া করেছিল ১১.৫ ওভারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।