চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনন্য এক রেকর্ড ছুঁয়েছেন তাসকিন আহমেদ। অষ্টম বাংলাদেশি বোলার হিসেবে পৌঁছেছেন শত উইকেটের মাইলফলকে।
ম্যাচে নামার আগে শত উইকেট পূর্ণ করতে তাসকিনের প্রয়োজন ছিল দুই উইকেট। ইনিংসের ষষ্ঠ ওভারে কুশল মেন্ডিসকে ফেরানোর পর ৩৮তম ওভারে ফেরান চারিথ আশালাঙ্কাকে। আর তাতেই ১০০ উইকেট পূর্ণ হয় টাইগার পেসারের।
৭২তম ম্যাচে ৭০তম ইনিংসে ৮ম বাংলাদেশি বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন। পেসারদের মধ্যে চতুর্থ তিনি।
ম্যাচের হিসেবে বাংলাদেশিদের মধ্যে শত উইকেট পূর্ণ করা দ্রুততম বোলার তাসকিন। তার আগে মোস্তাফিজুর রহমান ৫৪ ম্যাচে এবং আব্দুর রাজ্জাক ৬৯ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।