ঢাকাThursday , 6 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওয়ানডেতে অবসরের পর মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিসিবির

BDKL DESK
March 6, 2025 3:17 pm
Link Copied!

২০০৬ সাল থেকে শুরু, ২০২৫ সালে এসে থামলো মুশফিকুর রহিমের অভিযাত্রা। ৫ মার্চ রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সফল এই ব্যাটার।

১৯ বছরের লম্বা ক্যারিয়ারে দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকের বিদায় ঘোষণার পর থেকেই সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা তাকে নিয়ে আবেগি বার্তা দিচ্ছেন। অভিনন্দন এবং প্রশংসায় ভাসাচ্ছেন।

মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছে, ‘দুই দশকের অসাধারণ অভিযাত্রা শেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মুশফিকুর রহিম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে যে অসাধারণ সেবা দিয়েছেন মুশফিক, সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

মুশফিকের অসাধারণ নিষ্ঠা, আবেগ এবং পেশাদারিত্বের স্বীকৃতি দিয়ে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিম যে অসাধারণ নিষ্ঠা, আবেগ এবং পেশাদারিত্ব দিয়ে ভূমিকা রেখেছে, বিসিবি তার স্বীকৃতি দিচ্ছে। ব্যাট হাতে এবং উইকেটের পিছনে তার পারফরম্যান্স দেশের ওয়ানডে ফরম্যাটে অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হবে।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদও মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে বিসিবি সভাপতির উদৃতি দিয়ে বলা হয়, ‘বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকুরের অবদানের প্রতি তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুশফিকুর রহিমের কাজের পদ্ধতি, প্রাণোচ্ছলতা এবং তার দৃঢ় সংকল্প ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর কথা বললে, তার নাম সব সময় উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয়ে আসবে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘১৯ বছর ধরে সর্বোচ্চ স্তরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন। যেটা তার ধারাবাহিকতা এবং চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আমি নিশ্চিত যে ক্রিকেটে তার এখনও অনেক কিছু দেওয়ার আছে এবং আমরা আশা করি সে মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই একটা মান স্থাপন করে যাবে।’

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। ১৯ বছরের ক্যারিয়ারে ২৭৪টি ওয়ানডে খেলেছেন তিনি। রান করেছেন ৭,৭৯৫। তামিম ইকবালের পর (৮৩৫৭) ওয়ানডেতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক।

শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পেছনে মুশফিকের নামের পাশে শোভা পাচ্ছে ২৪৩টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে সফল উইকেটরক্ষক মুশফিক। অধিনায়ক হিসেবে দেশকে ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া পাঁচটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকজন ক্রিকেটারের মধ্যে একজন হলেন মুশফিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।