নিউজিল্যান্ডের বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে আফগানিস্তানের। যদিও কাগজে-কলমে এখনও তাদের আশা টিকে আছে। তবে সেটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। সেমিতে উঠতে তাদের জিততে হবে চারশ রানের বেশি ব্যবধানে। এমন সমীকরণ মাথায় নিয়েই হয়তো চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। তবে তাদের ব্যাটিং বিপর্যয় সামলেছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তার প্রায় সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে নির্ধারিত ওভার শেষে দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ (শুক্রবার) টস জিতে আগে ব্যাটিং নেয় হাশমতউল্লাহ শহিদীর দল। তাদের শুরুটা ধীরস্থির হলেও আস্তে আস্তে তারা রানের গতি বাড়াতে থাকে। তবে ৪১ রানে প্রথম উইকেটের পতনের পর খেই হারায় আফগান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে ব্যাটারদের যাওয়া-আসায় তারা ১১৬ রানেই ৬ উইকেট হারায়। সেখান থেকে বলতে গেলে দলকে একাই টেনে তুলেছেন ওমরজাই। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করায় তার সেঞ্চুরি পাওয়াটা কিছুটা কঠিনই। এদিন সেটি প্রায় পেয়েই যাচ্ছিলেন ওমরজাই। শেষ পর্যন্ত অপর সতীর্থ রানআউটে কাটা পড়লে তাকে ৯৭ রানে অপরাজিত থাকার আক্ষেপে পুড়তে হয়।
এছাড়া শেষদিকে স্পিনার নুর আহমেদ ওমরজাইকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন। তার ২৬ রানের ছোট্ট অথচ কার্যকর ইনিংসে মান বাঁচে আফগানদের। এর আগে আফগানরা দুইশ পেরোনো নিয়ে শঙ্কায় ছিল। প্রোটিয়াদের হয়ে এদিন সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার জেরাল্ড কোয়েটজে। ওয়ানডেতে নিজের সেরা এই বোলিং ফিগার পূর্ণ করতে তিনি ১০ ওভারে ৪৪ রান খরচ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।