আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। আগে থেকেই সেখানে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। এরপর আধাঘণ্টা সময় কাটিয়ে বের হয়ে যান সাকিব।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন সাকিব। এসব আসনে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।