ঢাকাWednesday , 11 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওপেনিংয়ে তানজিদ তামিমেই ভরসা রাখছেন হাথুরুসিংহে

Sahab Uddin
October 11, 2023 12:17 am
Link Copied!

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হার। ম্যাচ হেরে খুবই অসন্তুষ্ট বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত। কোন দলের শুরুটা এমন ভঙ্গুর হলে তাদের ম্যাচে ফেরাটা অনেকটা অসম্ভব হয়ে যায় বলে মনে করেন হাথুরুসিংহে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই শ্রীলঙ্কান কোচ বলেন, ‘যদি ভালো শুরু না পান, যদি শুরুর পাওয়ারপ্লেতেই ৩ উইকেটের বেশি হারিয়ে ফেলেন তাহলে সেই দল খুব বেশি ম্যাচ জিততে পারবে না। অবশ্যঅই ব্যাটিং নিয়ে আমি চিন্তিত। ৭ ব্যাটসম্যান খেলিয়ে আমরা চেয়েছিলাম যেন টপ অর্ডাররা ভালো কিছু করে। অবশ্যই এটা আমাদের চিন্তা বিষয়।’

বিশ্বকাপের মত বড় মঞ্চে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলেছেন তানজিদ তামিম। ওপেনিংয়ে লিটন দাসের পার্টনার হিসেবে দুই ম্যাচেই হতাশ করেন এই বাঁ-হাতি ব্যাটার।

তবে এখনও তার উপর থেকে ভরসা হারাতে চান না হাথুরুসিংহে। বাংলাদেশ দলের কোচ বলেন, ‘সে মাত্র দুইটা ম্যাচ খেলেছে বিশ্বকাপে। সেই কিন্তু প্রস্তুতি ম্যাচে রান করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে একটু সময় লাগে। যদি আপনি কাউকে দুই ইনিংস দেখেই এভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে মালান আজকে এখানে খেলতো না। তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে।’

তবে এতকিছুর মাঝেও ফর্মহীনতায় ভোগা লিটন দাস এই ম্যাচে রান পেয়েছেন। ৬৬ বলে ৭৬ রান করেছেন এই ওপেনার। ব্যাটিং থেকে লিটনের এই ইনিংসই পরম পাওয়া বলে মনে করেন কোচ।
‘এই ম্যাচ থেকে সবচেয়ে ইতিবাচক যেই জিনিসটা নিতে পারি সেটা হলো লিটনের ফর্মে ফেরা। তার ব্যাটিং আমাদেরকে আশা যোগাচ্ছে। আমরা জানি সে ম্যাচ জেতাতে পারে। আমরা ভালো একটা শুরু চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি। মুশিরও রানে ফেরা স্বস্তিদায়ক আমাদের জন্য’- বলেন হাথুরুসিংহে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।