ঢাকাFriday , 5 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওদের বলেছি, আমি বাড়িতে ফিরতে তৈরি না: মার্টিনেজ

BDKL DESK
July 5, 2024 12:51 pm
Link Copied!

কতবার নায়ক হলেন এমিলিয়ানো মার্টিনেজ? আর্জেন্টিনার বিপদে তিনি এগিয়ে এসেছেন সবসময়। দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। বিশ্বচ্যাম্পিয়ন করেছেন, এর আগেই জিতিয়েছেন কোপা আমেরিকা; তবুও জেতার ক্ষুধা কমেনি।

এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আরও একবার আলবিসেলেস্তেদের নায়ক হয়েছেন মার্টিনেজ। ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র হয় আর্জেন্টিনার ম্যাচ। এরপর পেনাল্টিতে প্রথম শটই মিস করেন লিওনেল মেসি। কিন্তু টানা দুটি শট ঠেকিয়ে নায়ক হয়েছেন মার্টিনেজ, জিতিয়েছেন দলকে।

ম্যাচের পর তিনি বলেন, ‘আমি ওদের (সতীর্থ) বলেছি, বাড়ি ফিরতে তৈরি না। যদিও আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জিতেছি, তবুও এই দলটার আরও বেশি প্রাপ্য। ৩৫ দিন হয়ে গেছে আমরা একসঙ্গে আছি সবাই, আর ব্যাপারটা আবেগের।’

মার্টিনেজ এ নিয়ে চতুর্থবারের মতো টাইব্রেকারের মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনার হয়ে। প্রতিবারই দেশকে জিতিয়েছেন। বারবার এভাবে পেনাল্টি ঠেকানোর রহস্য কী? মার্টিনেজ জানিয়েছেন এর পেছনের অধ্যবসায়ের কথা।

তিনি বলেন, ‘আমি এটার জন্য কাজ করি, প্রতিদিন ৫০০টা শট ট্রেনিং করি। সবসময় নিজেকে ভালো অবস্থায় রাখি আর চেষ্টা করি দলকে যেন সেরাটা দিতে পারি। এই দেশ এমন কিছু প্রাপ্য, যারা টাকা খরচ করে আমাদের দেখতে এসেছে তারাও। আমি গর্বিত, গোলরক্ষক ও মানুষ হিসেবে আরও উন্নতি করতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।