ঢাকাFriday , 17 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঐতিহাসিক লালবাগে ট্রফি হাতে মিরাজ-হোপ

BDKL DESK
October 17, 2025 4:05 pm
Link Copied!

পুরান ঢাকার সকালের হালকা কুয়াশা আর ঐতিহাসিক লালবাগ কেল্লার প্রাচীন স্থাপত্যে যোগ হলো এক ভিন্ন রঙ ‘ক্রিকেটের উন্মাদনা’। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঐতিহাসিক এই স্থাপনায় উন্মোচিত হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের আসন্ন ওয়ানডে সিরিজের ট্রফি।

পরীবিবির মাজারের সামনে দাঁড়িয়ে ট্রফি হাতে হাসিমুখে পোজ দিলেন দুই দলের অধিনায়ক বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। সূর্যের মোলায়েম আলোয় ঝলমল করছিল সোনালি ট্রফি, আর ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছিল দুই অধিনায়কের উচ্ছ্বাসভরা মুখ।

মিরাজ বললেন, সত্যি বলতে, এই জায়গায় আগে কখনো আসা হয়নি। আজ প্রথমবার এলাম, আর ট্রফি উন্মোচনের মতো একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে কাটাতে পারছি দারুণ লাগছে। শুধু একটা চিন্তা হচ্ছিল, এখানে আসার পর আধাঘন্টার মধ্যে আবার মিরপুরে যেতে পারব কি না!

ট্রফি উন্মোচনের পর মিরাজ যান জাতীয় দলের অনুশীলনে, অন্যদিকে শাই হোপ ফিরে যান ওয়েস্ট ইন্ডিজ দলের হোটেলে।

আগামী শনিবার (১৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই বছরেরও বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে ক্রিকেট সর্বশেষ এখানে পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল। এবার নিজ মাটিতে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ মিরাজদের সামনে। তবে পরিসংখ্যান বলছে, দু’দল এখন পর্যন্ত সমানে সমান ১২টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৬টি করে।

সব মিলিয়ে, পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনায় দাঁড়িয়ে আজ যে নতুন সূচনা হলো, সেটি হয়তো দুই দলের জন্যই হয়ে উঠবে নতুন ইতিহাস রচনার প্রতীক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।