সিলেট টেস্টে দুর্দান্ত জয়ের পর সিরিজ জয়ের দারুণ এক সুযোগ ছিল বাংলাদেশের। ঢাকা টেস্টে সমানতালে শেষ পর্যন্ত লড়াইও করেছে টাইগাররা। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় ইতিহাস গড়া হলো না শান্ত-মুশফিকদের। এমন পরাজয়ের পর মিরপুরের উইকেট নিয়েও হচ্ছে তুমুল সমালোচনা। তবে বাংলাদেশ অধিনায়ক শান্তর মতে, ঘরের মাঠে এ ধরনের সুবিধা নেওয়া অস্বাভাবিক কিছু নয়।
শনিবার (০৯ ডিসেম্বর) মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয় মিরপুরের উইকেট নিয়ে। সেই প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা আন্তর্জাতিক টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি। এখানে জেতার জন্য কেমন প্রস্তুতি নেওয়া উচিত, এটা গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের (উইকেট) সুবিধা অবশ্যই নেওয়া উচিত।’
ঢাকা টেস্টে কেনো ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা, সেটির ব্যাখ্যাও দিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘এই উইকেটে ব্যাটাররা ভালো করিনি। প্রথম ইনিংসে ২৩০-২৪০ রানের উইকেট ছিল। কিন্তু সেটি করতে না পারায় মনে হয়েছে উইকেট অনেক খারাপ।নতুন বল চ্যালেঞ্জ সব জায়গায়ই। দেশের বাইরেও নতুন বলের চ্যালেঞ্জ থাকে। আমরা আরও ভালো ব্যাটিং করতে পারলে এমন অবস্থা তৈরি হতো না।’
ঢাকা টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে গেলে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রানের। সেই রানেও নিউজিল্যান্ডকে প্রায় আটকে ফেলেছিলেন মিরাজ ও তাইজুলরা। তবে শেষ পর্যন্ত মিচের স্যান্টনার ও গ্লেন মিচেলের দারুণ জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।