ঢাকাTuesday , 10 December 2024
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

এশিয়া কাপ জয়ী বাংলাদেশের যুবাদের পরবর্তী টার্গেট ‘বিশ্বকাপ’

Sahab Uddin
December 10, 2024 10:06 pm
Link Copied!

টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন টার্গেট ওয়ানডে বিশ্বকাপ জয় করা। বীরের বেশে দেশে ফিরেই নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম।

এশিয়া কাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বরণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও ক্রিকেটপ্রেমিরা। বিমানবন্দরে এশিয়ার সেরা তরুণ ক্রিকেটারদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় বিসিবি। এই বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য একটি কেকও আনা হয়েছিলো। আনন্দ উল্লাসের মাধ্যমে কেকটি কাটা হয়।

হাকিম বলেন, ‘এশিয়া কাপ জয় শেষ নয়। সবচেয়ে বড় পরীক্ষা হবে বিশ্বকাপের মঞ্চে। আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আসলে আরও বড় কিছু অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার উপমহাদেশের প্রতিদ্বন্দ্বী ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রাখতে পারে তারা।

এশিয়া কাপ জয়ী ট্রফিটি দেশবাসীকে উৎসর্গ করে হাকিম বলেন, ‘ট্রফিটি শুধু আমাদের জন্য নয়। এটা পুরো জাতির জন্য। আমরা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পেয়েছি। আমাদের জন্য উল্লাস করতে মাঠে এসেছিলেন তারা। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে আমরা শুধু খেলছি না দেশের নাম উজ্জ্বল করছি।’

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই দল দেশ ছেড়েছিলো বলে জানান হাকিম, ‘আমাদের মূল লক্ষ্য ছিলো এশিয়া কাপ ধরে রাখা। শিরোপা ধরে রাখতে পেরে ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। সেমিফাইনালে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি সেটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভালো কিছু করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি।’

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশের যুবারা। নিয়মিত ক্যাম্প, ফিটনেস ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এবং অনুশীলনে ম্যাচ খেলে নিজেদের পুরোপুরিভাবে প্রস্তুত করেছে তারা।

অনুশীলনে ঘাম ঝড়ানোর ফল বাংলাদেশ পেয়েছে বলে জানান হাকিম। তিনি বলেন, ‘যাত্রা শুরু হয়েছে। এর পেছনে অনেক পরিশ্রম ছিল। আল্লাহ আমাদের এখানে এনেছেন। সব মিলিয়ে সব দিক দিয়েই ভালো অনুভব করছি। আমরা এখন যেকোন প্রতিকূলতা কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে সবকিছু পরিকল্পনা মতোই হয়েছে। ভারতের বিপক্ষে ফাইনালে আমরা ভালো করেছি। দলের সবাই ভালো করেছে বলেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। প্রস্তুতি ম্যাচে আমরা ভারতকে হারিয়েছিলাম। এটি প্রাথমিকভাবে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আসলে যে আত্মবিশ্বাস পেয়েছিলাম তাতে সব মিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

নেতৃত্ব এবং মাঠের পারফরমেন্সে প্রশংসা কুড়িয়েছেন হাকিম। বিশেষ করে দুবাইয়ের গ্যালারিতে উপস্থিত হাজার-হাজার ক্রিকেটপ্রেমিদের সামনে নিজ দলকে অনুপ্রাণিত করার জন্য। এছাড়াও প্রায় প্রতিটি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠে দলের জন্য অবদান রেখেছেন তিনি।

হাকিম বলেন, ‘আশা করি ফর্ম ধরে রাখতে পারবো। দলের জন্য কিছু করতে পেরে আমি খুশি। তবে সব মিলিয়ে দলগত পারফরমেন্সের কারণেই আমরা শিরোপা জিততে পেরেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।