অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে এসেছিল ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ। ২০২০ সালের পরে এবার আরও একটি শিরোপা উঠেছে বাংলাদেশের ঘরে। সেটিও অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। আর সেই শিরোপা নিয়ে ইয়াং টাইগাররা ফিরেছেন দেশের মাটিতে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়া কাপজয়ী ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে ফিরেছেন কোচিং স্টাফের সকল সদস্যরাও।
বাংলাদেশ দলের এ যাত্রা কিছুটা বিলম্ব হয়েছে। বিকেল সাড়ে চারটায় আসার কথা থাকলেও ক্রিকেটাররা ঢাকায় পা রাখেন প্রায় ৪৫ মিনিট পরে। জানা গেছে, সরাসরি ঢাকায় না এসে চট্টগ্রাম হয়ে ঘুরে আসার কারণে এই বিলম্ব হয়েছে।
এদিকে এশিয়া কাপজয়ী দলের সঙ্গে সংবাদ সম্মেলনের ব্যবস্থা রাখা হয়েছে মিরপুরে। জাতীয় ক্রিকেট একাডেমির সামনে আজ সন্ধ্যায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।
প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়েছে তারা। মাহফুজুর রহমান রাব্বিদের ২৮২ রানের জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক দল।
১৯৮৯ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ এই টুর্নামেন্টে কোনো ট্রফি জিততে পারেনি। অবশেষে ঘুচল সেই ট্রফিখরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।