ঢাকাSunday , 29 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়ান কাপ মিশনে মাঠে নামছে বাংলাদেশ নারী দল

BDKL DESK
June 29, 2025 7:20 pm
Link Copied!

নারী এশিয়ান কাপ বাছাই পর্বে আজ রোববার (২৯ জুন) নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিতব্য ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশ থেকে খেলা সরাসরি দেখা যাবে কিনা, তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার বলেন, বাংলাদেশের জন্য পথটা খুব একটা সহজ নয়। আমরা জাতীয় দল, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ এই তিনটি দল নিয়ে একসঙ্গে কাজ করছি। সুযোগ-সুবিধা সীমিত হওয়ায় আমাদের একাধিক প্রকল্প একইসঙ্গে চালাতে হচ্ছে। সিনিয়র দলের অর্ধেকের বেশি খেলোয়াড়ই ২০ বছরের নিচে।

তিন দলের গ্রুপে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন (৯২) সবচেয়ে এগিয়ে না হলেও, বাংলাদেশ (১২৮) এবং তুর্কমেনিস্তানের (১৪১) চেয়ে ভালো অবস্থানে আছে। স্বাগতিক মিয়ানমার সবচেয়ে এগিয়ে রয়েছে র‌্যাঙ্কিংয়ে (৫৫)। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মূলপর্বে জায়গা পেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।

প্রতিপক্ষদের হালকা ভাবে না নেয়ার আহ্বান জানিয়ে বাটলার বলেন, ফুটবলে কোনো দলকেই খাটো করে দেখা উচিত নয়। মিয়ানমার শক্তিশালী, বাহরাইনও শারীরিকভাবে শক্তিশালী এবং উন্নতি করছে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।

বাহরাইনের কোচ মোহাম্মেদ আদনান হুসেইন বলেন, আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। অল্প সময় পেলেও তিনটি ম্যাচ খেলেছি দুইটি সংযুক্ত আরব আমিরাত ও একটি সৌদি আরবের বিপক্ষে। আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় আছে। আশা করি ভালো কিছু করতে পারব।

মিয়ানমারে এসে ইতিবাচক মানসিকতা নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। কোচ বাটলার জানান, জর্ডানে দুইটি প্রস্তুতি ম্যাচে ড্র করার অভিজ্ঞতা দলকে আত্মবিশ্বাসী করেছে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে আমরা একেবারে তরুণ দল নিয়ে গিয়েছিলাম। সেখানে অনেক কিছু শিখেছে মেয়েরা। ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র আমাদের জন্য একটা মানদণ্ড তৈরি করেছে।

এশিয়ান কাপ বাছাইয়ের এই মিশনে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে জায়গা করে নেয়া। তরুণ দল, সীমিত প্রস্তুতি ও ফ্যাসিলিটিজের ঘাটতি সত্ত্বেও দল এগিয়ে যেতে চায় আত্মবিশ্বাস ও পরিশ্রমের উপর ভর করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।