রাতে বৃষ্টি হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। যাতে শুরুতে পেসাররা সিম মুভমেন্ট আদায় করতে পারেন। কিন্তু ওই বৃষ্টি নেতিবাচক প্রভাবও ফেলেছে। ম্যাচ শেষে মিক্স জোনে তাসকিন জানিয়েছেন, তাদের দৌড়াতে কষ্ট হচ্ছিল। পা পিছলে যাচ্ছিল। অফ ব্যালেন্স লাগছিল।
তার চোখে, কন্ডিশন বাজে ছিল। এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি। কারণ এর চেয়েও বাজে কন্ডিশনে তারা ভালো করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী, আরও ভালো বোলিং করতে হতো। তিনশ’ বা কাছাকাছি রান রাখতে পারলে ম্যাচ পরিস্থিতি ভিন্ন হতে পারতো।
তাসকিন বলেছেন, ‘হারলে তো খারাপ লাগবেই। তুলনামূলত বোলিং খারাপ হয়েছে। যদিও কন্ডিশন ব্যাটিং ফ্রেন্ডলি। তাও ভালো করা যেত। কন্ডিশন যেমনই হোক, সেটা তো নিয়ন্ত্রণে নেই। এসব মানিয়ে নিয়ে আরও ভালো করা উচিত ছিল। আমরা সামর্থ্য অনুযায়ী এই ম্যাচে বোলিং করতে পারিনি। টার্গেট বড় হওয়ায় ব্যাটিং আশানুরূপ হয়নি।’
বিশ্বকাপে পেস বোলিং নিয়ে বড় আশা ছিল দলের। কিন্তু দুই ম্যাচেই খারাপ করেছেন তারা। বিষয়টি নিয়ে কোচ হাথুরুসিংহে আক্ষেপ করেছেন। তাসকিনও স্বীকার করছেন তারা খারাপ করেছেন। তবে দুই ম্যাচে দুই বছরের অর্জন হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি, ‘পরিকল্পনা অনুযায়ী খারাপ দিন গেছে, বাস্তবায়ন করতে পারিনি। দুই ম্যাচে দুই বছরের অর্জন এলোমেলো হয়ে গেলে এটা আমাদের ব্যর্থতা। সামনের ম্যাচে ভালো করার চেষ্টা করবো।’
তবে তাসকিন এও জানিয়েছেন, বিশ্বকাপের অধিকাংশ উইকেট ব্যাটিং সহায়ক। তারা তিনশ’ রানের আগে প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা করবেন। কিন্তু অনেক ম্যাচেই রান হয়ে যাওয়া স্বাভাবিক। সেজন্য ব্যাটারদের তিনশ’ রান তাড়া করে জয়ের মানসিকতা থাকতে হবে। বোলারদেরও মাঝে মধ্যে এমন খারাপ দিনের প্রস্তুত থাকতে হবে। তার মতে, বিশ্বকাপে বাংলাদেশের কোন ম্যাচ সহজ হবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।