কী উপাধি দিয়ে এমিলিয়ানো মার্টিনেজকে আখ্যায়িত করবে তার আর্জেন্টাইন সতীর্থরা সেই ভাষাও তারা হারাতে বসেছে। আর্জেন্টিনাকে এই নিয়ে চারবার পেনাল্টিতে রক্ষা করলেন তিনি।
কোপা আমেরিকার এবারের কোয়ার্টার ফাইনালেও মার্টিনেজ বীরত্বে রক্ষা পেল আর্জেন্টিনা। তার এমন বুনো পশুর ন্যায় তেজি মনোভাবের জন্য তাকে পশু বললেন তার সতীর্থ রড্রিগো ডি পল।
ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি রুখে দেওয়া মার্টিনেজ সম্পর্কে ডি পল বলেন, ‘দিবু (মার্টিনেজের ডাক নাম) একটা পশু। সত্যি বলতে সে যা করেছে তা অবিশ্বাস্য। সে আর্জেন্টিনার জার্সিকে ভালোবাসে। তার এটা প্রাপ্য। তার নিরাপত্তাতেই আমরা নির্ভার থাকতে পারি। আমরাও তার জন্য করার চেষ্টা করি কিন্তু এইরকম মুহূর্তে ও সামনে এগিয়ে আসে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।