ঢাকাTuesday , 19 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবার বিশ্বকাপ ক্যাম্পে নামছে এশিয়ান চ্যাম্পিয়নরা

Sahab Uddin
December 19, 2023 10:29 pm
Link Copied!

মাত্র কয়েকদিন আগেই সফল এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন অর্জনের পরও যুব ক্রিকেটারদের বিশ্রামের ফুরসত নেই। তাদের সামনে এবার আরও বড় পরীক্ষা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যাকে সামনে রেখে বাংলাদেশের যুবারা ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে। তার আগে তাদের দেখা যাবে ঘরোয়া টুর্নামেন্ট বিসিএলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগ জানিয়েছে— বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকেন, এজন্য বিসিএল খেলানো হবে। বিসিএলের পরই ১ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প।

গেম ডেভলপমেন্ট বিভাগ আরও জানায়, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’

তবে এই ক্যাম্প থেকে পেসাররা বিশ্রামে থাকছেন। তাদেরকে রাখা হচ্ছে না বিসিএলের দলে। ২৪ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে ওয়ানডে সংস্করণ। পরবর্তীতে ৩০ ডিসেম্বর ফাইনাল হবে মিরপুরে। বিসিএল শেষ হওয়ার পর একদিন বিরতি দিয়েই বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।