বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে আজ বাংলাদেশ ফুটবল দল। ফুটবলে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে বিস্তর ব্যবধান। টানা চার বিশ্বকাপ খেলা সকারুদের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। মেলবোর্নে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।
তবে অসম প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে চায় হ্যাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশের চেয়ে ১৫৬ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু নয়, ঠান্ডা আবহাওয়ার সঙ্গেও লড়াই করতে হবে সফরকারীদের।
এর আগে, কাতার ২০২২ বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। সেবার প্রথম ম্যাচে ৫-০ এবং হোম ম্যাচে জামাল ভূঁইয়ারা হেরেছিল ৪-০ গোলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।