নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দল পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশি এই পেস বোলিং অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লুম্বিনি লায়ন্স।
নেপালের এই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াবে তখন একই সময়ে ঘরোয়া আসর এনসিএলেরও ম্যাচ থাকবে। তাই এই সময়ে বিদেশি কোনো লিগের জন্য এই অলরাউন্ডারকে ছাড়পত্র (এনওসি) দেবে কি না সেটা নিয়ে সংশয় থাকছে।
নেপালের প্রধান আটটি শহর বিরাটনগর, চিতওয়ান, জনকপুর, কর্নালি, কাঠমান্ডু, লুম্বিনি, পোখারা এবং সুদুরপাশিম এই লিগে অংশ নেবে। এনপিএলের প্রথম আসরের সবগুলো খেলা কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে সাইফউদ্দিন দেশের বাইরে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেয়েছিলেন। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।