ঢাকাSunday , 9 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবারো বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

BDKL DESK
June 9, 2024 10:44 am
Link Copied!

দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল সাবিনা-কৃষ্ণারা। এ বছর ১৭ থেকে ৩০ অক্টোবর সেই নেপালেই বসবে মেয়েদের সাফের আসর। এবারো গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে পড়েছে ভারত ও পাকিস্তান।
শনিবার রাজধানীর একটি হোটেলে সাফের সাধারণ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সে সঙ্গে হয়েছে সাফের তিনটি টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। এ তিনটি টুর্নামেন্টের মধ্যে সবার নজর বেশি ছিল মেয়েদের সিনিয়র সাফের ড্রয়ে। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপপর্বে বাংলাদেশ কাদের পায় কৌতূল ছিল সেটাই।
নারী সাফে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। সঙ্গী ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। ২০২২ সালেও বাংলাদেশের গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। চতুর্থ দল হিসেবে ছিল মালদ্বীপ। এবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপে দল পড়েছে তিনটি। চার দল পড়েছে ‘বি’ গ্রুপে।
১৬ থেকে ২৬ আগস্ট নেপালে অনুষ্ঠেয় ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফের ‘এ’ গ্রুপে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে পড়েছে বাংলাদেশ।’ ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ ও ভুটান। অনূর্ধ্ব-১৭ ছেলেদের সাফেও ‘এ’ গ্রুপে বাংলাদেশ। অন্য দুই দল ভারত, মালদ্বীপ। ‘বি’ গ্রুপে স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর হবে ভুটানে।
সাফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ সাফের পাঁচ দেশের প্রতিনিধিরা ড্রতে উপিস্থিত ছিলেন। মালদ্বীপ ও পাকিস্তানের প্রতিনিধি ছিলেন অনলাইনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।