ঢাকাThursday , 12 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এত সেঞ্চুরি! রেকর্ড ভাঙলো এবারের বিশ্বকাপ

Sahab Uddin
October 12, 2023 10:24 pm
Link Copied!

ভারত বিশ্বকাপ হবে রানবন্যার, এটি আসর শুরুর আগেই ছিল অনুমেয়। এবার সেই বাস্তবতা দেখে ফেললো ক্রিকেটবিশ্ব। রানের বন্যায় ভাসছে প্রতিটি ভেন্যু। দিল্লি ও হায়দরাবাদের মাঠ তো ব্যাটারদের স্বর্গে পরিণত হয়েছে।

টুর্নামেন্টের ইতিহাসই বদলে দিচ্ছে এবারের বিশ্বকাপ। চলতি আসরে বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪২৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে শ্রীলঙ্কা করে ৩২৬ রান। তবুও হেরেছে ১০২ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছিল ৭৫৪!

২০২৩ বিশ্বকাপে ব্যক্তিগত সংগ্রহের ক্ষেত্রেও গড়ছে নতুন রেকর্ড। সম্ভবত আসরটিই হতে যাচ্ছে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিগত সেঞ্চুরির বিশ্বকাপ আসর। প্রতিটি ম্যাচেই আলো ছড়াচ্ছেন ব্যাটাররা। তাণ্ডবলীলার বলি হচ্ছেন বোলাররা।

১৩তম বিশ্বকাপের প্রথম ১০ ম্যাচে মোট সেঞ্চুরি হয়েছে ১২টি। এত সংখ্যক সেঞ্চুরি আগে কখনো দেখেননি ক্রিকেট ভক্তরা। এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে প্রথম ১০ ম্যাচে মোট ৭টি সেঞ্চুরি করতে সক্ষম হয়েছিল ব্যাটাররা। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে সমান সংখ্যক ম্যাচে সেঞ্চুরি হয়েছিল ৫টি করে।

ব্যাটিং অনুকূল এই বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ১০টি ম্যাচ খেলা হয়েছে। এরইমধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছেন ৭টি দলের ১১ জন ক্রিকেটার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক পেয়েছেন দুুটি সেঞ্চুরি।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পান এই প্রোটিয়া তারকা। আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।

এছাড়া আরেকটি বড় রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন তিনি। আফগান বোলারদের তুলোধুনো করে ৬৩ বলে সেঞ্চুরি করেন ভারতীয় অধিনায়ক। এই সেঞ্চুরির সুবাদে বিশ্বকাপের ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন তিনি।

২০১১ বিশ্বকাপ পর্যন্ত ৬টি সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। কিন্তু রোহিতের গতকালের সেঞ্চুরিটি ছিল বিশ্বকাপে তার সপ্তম সেঞ্চুরি। ফলে তিনিই এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। এই ম্যাচে আফগানদের ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে তুলে নেয় স্বাগতিকরা।

গতকালের (বুধবার) ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নেন রোহিত শর্মা। ভেঙে দেন ক্রিস গেইলের রেকর্ড।

দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৫টি ছক্কা হাঁকান রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে (সব ফরম্যাট মিলিয়ে) ৫৫১ ইনিংসে সর্বোচ্চ ৫৫৩টি ছক্কা মারার রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইলের দখলে। সেটিকেই নিজের করে নিলেন রোহিত।
তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপের মাত্র ৫ ভাগের ১ ভাগ শেষ হয়েছে। আসর শেষ হতে হতে গড়বে আরও বেশকিছু রেকর্ড। সেসব রেকর্ডের সাক্ষী হতে এখন শুধু সময়ের অপেক্ষা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।