ঢাকাWednesday , 15 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এত খারাপ দলও না বাংলাদেশ: মিরাজ

BDKL DESK
October 15, 2025 7:25 pm
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটঅয়াশ এড়াতে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়ানো তো দূরের কথা, টাইগাররা শেষ ওয়ানডেতে ডুবেছে বিশাল হারের লজ্জায়। আফগানিস্তানের দেয়া ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৯৩ রানে।

গতকাল (মঙ্গলবার) আবুধাবিতে টস জিতে ব্যাটিং নেয়া আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান সংগ্রহ করে। ইবরাহিম জাদরান সর্বোচ্চ ৯৫ রান করেন। শেষদিকে মোহাম্মদ নবি মাত্র ৩৭ বলে ৬২ রানের ইনিংস খেলে আফগানদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা ছিল আসা-যাওয়ার মিছিলে। সাইফ হাসানই শুধু দুই অঙ্কের রানের দেখা পেয়েছে। তার ৫৪ বলে ৪৩ রানের ইনিংসের পরও মাত্র ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। টাইগাররা শেষ ৭ উইকেট হারায় মাত্র ২৩ রান তুলতে।

এই নজিরবিহীন ব্যাটিং ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের প্রশ্নবাণের সামনে আত্মসমর্পণের ভঙ্গীতে ব্যর্থতা মেনে নেন টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ।

তিনি বলেন, ‘আসলে আমরা এত খারাপ দলও না যতটা খারাপ খেলছি। এখানে যদি উন্নতি না করতে পারি আরও কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি তাহলে আরও কঠিন হবে আমাদের জন্য।’

প্রতি ম্যাচে একইভাবে ব্যর্থ হওয়ার পর প্রশ্ন উঠছে কোচিং স্টাফের ভূমিকা নিয়েও। যার জবাবে মিরাজ বলেন, ‘সবাই কাজ করছে। ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই। অনেক সময় অনেক কিছু পক্ষে আসে না। খারাপ সবাই একসাথেই খেলছি। যারাই ভালো করছে আউট হয়ে যাচ্ছে। আমাদের স্কোরও ৩০-৩৫ করে আউট হচ্ছি। ব্যাটাররা এভাবে আউট হলে আমাদের জন্য কঠিন। বিশ্বাস রাখি, আমরা এতটা খারাপ দল না, যতটা খারাপ খেলছি।’

আগামী ১৮ অক্টোবর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আত্মবিশ্বাস তলানিতে টাইগারদের। মানসিকভাবে ভেঙে পড়ার ব্যাপারটা টের পাওয়া গেল মিরাজের পরের বক্তব্যে, ‘দেখেন দলটা অবশ্যই (সবার) একটু খারাপ লাগছে যেহেতু এই সিরিজ হেরেছি। এই ২ দিন যদি ফ্যামিলির সাথে সময় কাটায় মনে হয় আমরা ফ্রেশভাবে খেলতে পারব। আমার যেটা চাওয়া থাকবে, ব্যাটাররা যেখানে উন্নতি আনা দরকার, মানসিকভাবে শক্ত থাকা দরকার। কোচিং স্টাফরা আমাদের মানসিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছি। অধিনায়ক হিসেবে আমারও এই কাজটাই করা উচিত।’

দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে টাইগাররা। তবে মিরাজ ঘুরে দাড়ানোর প্রত্যয়ের কথা জানালেন, ‘যদি ভালো ক্রিকেট খেলতাম ভালো লাগত। যেহেতু খেলিনি সবাইকে দায় নিতে হবে, অধিনায়ক হিসেবে আমাকেও দায় নিতে হবে। আমি আশা করছি আমাদের দল কামব্যাক করবে। আমি বিশ্বাস করি এবং দলকে সেভাবেই বুস্ট আপ করব। আশা করি দর্শকদের (সামনে) সেরকম ম্যাচ উপহার দিতে পারব।’

সাম্প্রতিককালে টি-টোয়েন্টিতে ভালো করলেও ওয়ানডে খেলাটাই ভুলে গেছে বাংলাদেশ। ব্যাটারদের ইনিংসগুলো আটকে থাকছে ২০-৩০ রানের মধ্যে। জুটি গড়ার ব্যর্থতায় পুরো ৫০ ওভারও খেলতে পারছে না তারা। এ ব্যাপারে মিরাজ বলেন, ‘অবশ্যই ৫০ ওভার খেলা টার্গেট থাকবে। শেষ কিছু ম্যাচে আমরা ৫০ ওভার খেলতে পারিনি। সেভাবেই টার্গেট করছি ৫০ ওভার খেলার জন্য।’

আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেবে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।