বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সম্পৃক্ততা অনেক বেশি। হোক তা দেশে কিংবা বাইরে। যদিও একটা বিষয় এখনও পুরোপুরি প্রমাণিত নয়। এমনকি খোদ তামিম নিজেও কারো নাম বলেননি। তবুও তার কথার আভাস-ইঙ্গিতে বোঝা গিয়েছিলো দেশসেরা ওপেনরকে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেন না করে মিডল অর্ডারে খেলার পরামর্শ দিয়েছিলেন বোর্ড সভাপতিই।
পুরো বিষয়টি টিম বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার আগে চরম নেতিবাচক প্রভাব ফেলেছে এবং ক্রিকেট অনুরাগিদের বড় অংশ মনে মনে তার সমালোচনাও করেছেন। সবার মুখে ছিল একটাই কথা- টিম কম্বিনেশন, একাদশ আর ব্যাটিং অর্ডার কি হবে? বিষয়টা টিম মিটিংয়ে হেড কোচ এবং অধিনায়ক বলবেন, বোর্ড প্রধান হয়ে তিনি কেন বলতে গেলেন?
ধারনা করা হয়, এরপর থেকেই বিসিবি সভাপতি খানিক চুপ হয়ে গেছেন এবং গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার আগে পর্যন্ত বিসিবি প্রধানের মুখে টিম বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে একটি কথাও শোনা যায়নি। অবশেষে আজ কলকাতায় সাকিব বাহিনীর বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে কথা বলেছেন নাজমুল হাসান পাপন।
কথা-বার্তায় বরাবরের খোলামেলা বিসিবি সভাপতি অকপটে স্বীকার করেছেন, টিম বাংলাদেশের পারফরমেন্সে তিনি যারপরনাই হতাশ। তার ভাষায়, এমন অনুজ্জ্বল ও শ্রীহীন বাংলাদেশকে আগে কখনো দেখেননি তিনি।
তাই মুখে এমন কথা, ‘আজকে আমি এখানে কেন এসেছি, কারণ আপনারা তো নিশ্চয় জানেন। এই বাংলাদেশ দলটাকে ১২-১৩ বছর ধরে হাতের কাছে থেকে দেখেছি। এখানে আশ্চর্য বা অবাক হওয়ার মতো কিছু নাই। একটা আসরে বা সিরিজে দুয়েকজন খেলোয়াড় ভালো করতে পারেন না; কিন্তু দুঃখজনক হচ্ছে, আমরা এবার যেমনটি দেখছি দলের চারপাঁচ জনই রান পাচ্ছে না। এমন বাংলাদেশ দল তো আমরা দেখিই নাই, এমন খারাপ খেলা দলও আমি দেখি নাই। এতবড় টুর্নামেন্ট খেলতে আসা দলের এমন খেলা কখনও দেখি নাই। বলা যায় এটা অপ্রত্যাশিত।’
চরম হতাশা ব্যক্ত করলেও তিনি এমন কথা বলেননি যাতে দলের ক্রিকেটারদের মন ভেঙ্গে যায়। তার অনুভব, ‘যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই, সন্দেহ নাই। আমাদের সামনের ম্যাচগুলো তোমরা ভালো খেলবা। এটাই চাই। তোমাদের প্রত্যেকের উপর আমাদের বিশ্বাস আছে। এত বাজে পারফর্ম এতদিন ধরে চলবে এটা বিশ্বাসই হচ্ছে না। তারপরও হলো তো তাই!’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।