গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংসকে কোন বিশেষণ দিয়ে বিশেষায়িত করা যায় সেটি বোধহয় কামিন্সও বুঝতে পারছেন না। ম্যাক্সওয়েলের এই ইনিংসকে সাফল্যমণ্ডিত করতে কামিন্সেরও সমান কৃতিত্ব রয়েছে। কেননা ম্যাক্সওয়েল এক প্রান্তে যখন মারছিলেন, তখন অন্য প্রান্তে ৬৮ বল মোকাবিলা করে মাত্র ১২ রান করে অপরাজিত থেকে ম্যাক্সওয়েলকে সঙ্গ দেন তিনি।
ম্যাচ শেষে ম্যাক্সওয়েলের এই অতিমানবীয় ইনিংসকে ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস বলে আখ্যা দিয়েছেন কামিন্স। বলেন, ‘অকল্পনীয়। আমি বুঝতে পারছি না কীভাবে এটার ব্যাখ্যা দেবো। অসাধারণ জয়। এটা অবশ্যই ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস। এটা এমন একটা দিন, যেদিন মানুষ ইতিহাসের পাতায় লিখে রাখবে আমি আজ মাঠে বসে এমন ইনিংস দেখেছি। সে অসাধারণ ক্রিকেটার এবং ঠান্ডা মাথার।’
দলের পরিকল্পনার কথা বলে কামিন্স বলেন, ‘২০০ রানে পিছিয়ে থেকেও এইভাবে যে ম্যাচ জেতা যায়, সেটিও আমরা দেখিয়ে দিলাম। এটা আসলেই বিশেষ কিছু। সে মাঠে খোঁড়াচ্ছিল। জাম্পা তিনবার প্রস্তুত হয়েছিল মাঠে নামার জন্য, কিন্তু ম্যাক্সি মাঠে থেকেই খেলা শেষ করতে চেয়েছিল। এটাই গুরুত্বপূর্ণ যে, আপনি যেকোনো অবস্থায় থেকেই ম্যাচ জিততে পারেন।’
এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কামিন্স বলেন, ‘দলের সবার মাঝেই এখন বিশ্বাস এসে গেছে আমরা সেমিফাইনালে উঠে গেছি। আমরা আমাদের অবস্থান নিয়ে এখনই ভাবছি না। প্রথম বিশ ওভারই আসলে গুরুত্বপূর্ণ ছিল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।