ঢাকাSaturday , 5 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে: সালাউদ্দিন

BDKL DESK
April 5, 2025 7:24 pm
Link Copied!

১০ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা। যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সেই এসএসসি পরীক্ষায় বসছেন না। কারণ সে সময় যুব দলের শ্রীলঙ্কা সফর রয়েছে। এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রিকেটাঙ্গনে। মিডিয়া তাকে দেশের ত্যাগী ক্রিকেটার তকমা দেওয়ার পর থেকেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জাতীয় একটি দৈনিককে জানালেন, ‘মূলত পরীক্ষার জন্যই শ্রীলঙ্কা সফরের দলে আজিজুলকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন আবার বলছে, পরীক্ষা দেবে না, শ্রীলঙ্কায় খেলতে যাবে। বাবা-মাকে রাজি করিয়ে সিদ্ধান্ত বদলেছে। কে তাকে প্রভাবিত করেছে, জানি না।’

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টিকে দেখছেন আরও গভীরভাবে। তিনি বলেছেন, ‘অনেকে মনে করছেন, দেশের জন্য ত্যাগ করেছে। এটা আসলে অশিক্ষিত চিন্তাভাবনা। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে শিখবে কী? যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি। তাকে বোঝানো উচিত ছিল, পরীক্ষা দেওয়া জরুরি।’

আজিজুলের এই সিদ্ধান্তে হতাশ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও, ‘খুবই দুঃখজনক খবর। ছেলেটির উচিত ছিল পরীক্ষা দেওয়া। একটি সিরিজ মিস করলে কিছু আসত-যেত না। ক্যারিয়ার গড়তে হলে লেখাপড়া প্রয়োজন। ক্রিকেট ক্যারিয়ার হলেও হতে পারে, না-ও হতে পারে। ১৯৮৪ সালে আমি নিজে জাতীয় দলে ডাক পেয়েও পরীক্ষার জন্য খেলিনি। সাকিব আল হাসানও ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ খেলেনি।’

গত বছর আজিজুলের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এরপর এনসিএল টি-টোয়েন্টি, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। কিন্তু নেতৃত্ব হারানোর ভয় থেকেই সিদ্ধান্ত বদলেছেন বলে ধারণা বিসিবি কর্মকর্তাদের। নিজের সিদ্ধান্ত নিয়ে আজিজুল বলেন, ‘যেহেতু ছন্দে আছি, তাই বিরতি দিতে চাইনি। আগামী বছর বিশ্বকাপের পর চেষ্টা করবো পরীক্ষা দেওয়ার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।