ঢাকাMonday , 9 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘এটা অপ্রত্যাশিত পরিস্থিতি’

Sahab Uddin
October 9, 2023 10:03 pm
Link Copied!

১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য অনেকটা টিকে থাকার লড়াই। এই দুটি ম্যাচ জিততে পারলে বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছরে অন্তত ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। আগামীকাল মঙ্গলবার সকালে প্রথম ম্যাচ খেলতে মালদ্বীপে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল। তবে পাঁচ ফুটবলারের মদ কান্ডে নিষিদ্ধ হওয়ার বিষয়টি যে দলে কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে, তারই যেন ইঙ্গিত মিলেছে।

আজই বসুন্ধরা কিংস অ্যারেনাতে শেষ অনুশীলন করেছে বাংলাদেশ। তারপর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। শুরুতে মালদ্বীপকে কঠিন প্রতিপক্ষ বলে অভিহিত করে কোচ বলেছেন, ‘অবশ্যই এটা অনেক কঠিন প্লে অফ হতে যাচ্ছে। আমরা একে অন্যকে ভালোভাবে চিনি। দুই দলই সম্প্রতি চারটি ম্যাচ খেলেছে, যদি আমি ভুল না করে থাকি। তাই আমার কাছে মনে হয় সবার জন্য এটা দারুণ এক সময়। ড্রেসিংরুমে যা ভালো বোঝা যাবে। আমাদের দল তৈরি। আশা করছি আমরা প্রথম ম্যাচে ভালো ফল নিয়ে পরেরটির জন্য তৈরি হতে পারবো।’

দলের তিন নির্ভরযোগ্য ফুটবলার আনিসুর রহমান জিকো, তপু বর্মণ ও শেখ মোরসালিন এবং অন্য দুজন রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ মদ বহন করতে গিয়ে ঢাকার বিমানবন্দরে আটকে গিয়েছিলেন। এনিয়ে চারদিকে সমালোচনা কম হয়নি। বসুন্ধরা কিংসের পর বাফুফেও তাদেরকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর থেকে কোচ কাবরেরা এ নিয়ে কোনও কথা বলেননি।

আজ সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন ওঠার পরই কাবরেরার উত্তর, ‘বলতে পারেন, এটা আসলে অপ্রত্যাশিত পরিস্থিতি। দুর্ভাগ্যজনকও। কারণ হলো এই দলটি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক ভালো খেলে আসছিল। তবে এই পর্যায়ে এসে অন্য খেলোয়াড়দের নিয়ে একটি দল তৈরি করতে হচ্ছে। তাদের সুযোগ করে দিতে হচ্ছে। আমাদের এটা নিশ্চিত করতে হবে এতে যেন দল ক্ষতিগ্রস্ত না হয়, তাদের অনুপস্থিতিতে। যারা এখন দলে আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পারফরম্যান্স করে দেখাতে হবে। একটি দল হয়ে খেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হবে।’

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর হয়ে খেলার ফাঁকে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন অধিনায়ক জামাল। ডেনমার্কে জন্ম নেওয়া মিডফিল্ডার বলেছেন, ‘এই বছরে আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ঠিক পাঁচ বছর আগে লাওসের বিপক্ষে একই পরিস্থিতি দাঁড়িয়েছিল। সবাই জানে এই ম্যাচের গুরুত্ব কতটকু। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি সহজ হবে না। তবে আমরা মালদ্বীপে চেষ্টা করবো সেরা ফল করতে, এরপর ঢাকার ম্যাচেও ইতিবাচক ফল করে দেখাতে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।