বাংলাদেশের সমর্থকরা এখন বারবারই কিছুটা তিরস্কার করে বলছেন, ‘মিরপুরের পিচকে ভারতে নিয়ে যাওয়া হোক’। তবে বাংলাদেশ কোন পিচে ভালো ক্রিকেট খেলতে পারবে, সেটা বোধহয় অজানা। ভালো ব্যাটিং উইকেটেও মুখ থুবড়ে পড়ছে ব্যাটিং লাইনআপ। কোনভাবেই প্রতিপক্ষকে লড়াই করার মত পুঁজি দিতে পারছে না।
পাকিস্তানের বিপক্ষেও ভালো পিচে ৭ উইকেটের পরাজয় বরণ করে নিতে হলো। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, ‘আমরা পর্যাপ্ত রান করতে পারিনি। উইকেট ভালোই ছিল। আমরা শুরুতেই কিছু উইকেট হারিয়ে ফেলি। তারপর একটা-দুইটা জুটি হলেও সেগুলো আর বড় হয়নি। ব্যাটিং নিয়ে আমি হতাশ।’
দল হারলেও পাকিস্তানকে বাহবা দিতে ভুলেননি তিনি। সাকিব বলেন, ‘পাকিস্তানকে অবশ্যই ক্রেডিট দিতে হয়। তারা যেভাবে বোলিং করছে এবং প্রথম দশ ওভার যেভাবে ব্যাটিং করছে তা অবশ্যই প্রশংসার যোগ্য।’
শীর্ষ চারে ব্যাট করে রান পাচ্ছিলেন না সাকিব। আজ ছয়ে নেমে ৪৩ রান করেন সাকিব। নিজে কিছু রান পাওয়া খুশি তিনি, ‘আমাদের শীর্ষ চার ব্যাটসম্যান রান পাচ্ছে না। আমি আগে চারে ব্যাট করতাম। আমিও পারিনি। আমার আত্মবিশ্বাস তলানিতে গিয়েছিল। আজ নিচে নেমে কিছু রান করায় ভালো লাগছে। এখনই অনেক কিছু পরিবর্তন করাটা বেশ কঠিন। আশা করছি পরবর্তীতে ভালো কিছু করবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।