কি অনবদ্য ইনিংসটাই না খেললেন কুইন্টন ডি কক! বাংলাদেশের বিপক্ষে মুম্বাইর প্রচণ্ড গরমে ১৪০ বলে ১৭৪ রানের ইনিংস খেলে দলকে ৩৮২ রানের বড় সংগ্রহে পৌঁছে দিতে সহায়তা করেন ডি কক। এমন সেঞ্চুরির দিনে রেকর্ডবুক যেন পুরো এলোমেলো করে দিয়েছেন তিনি।
ডি ককের ১৭৪ রানের ইনিংসটি বিশ্বকাপ ইতিহাসে উইকেটকিপারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ১৬ বছর আগে হওয়া ২০০৭ বিশ্বকাপের ফাইনালে এডাম গিলক্রিস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রান করেছিলেন।
প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি খেললেন ডি কক। এর আগে ১৯৯৬ সালের বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে গ্যারি কারস্টেন ১৮৮ রানের অনবদ্য অপরাজিত ইনিংসটি খেলেছিলেন।
প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডি কক। ২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই।
উইকেটকিপার হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় ডি ককের ১৭৪ রানের ইনিংসটি রয়েছে দুই নম্বরে। সবার শুরুতেই আছেন মহেন্দ্র সিং ধোনির পাকিস্তানের বিপক্ষে করা ১৮৩ রানের ইনিংসটি।
প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে তিনটি ১৫০ এর বেশি ইনিংস খেললেন ডি কক। কোনো উইকেটরক্ষক ব্যাটার এতবার একশো পঞ্চাশের বেশি ইনিংস খেলতে পারেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।