ঢাকাWednesday , 29 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এক রাউন্ড আগেই আবারও চ্যাম্পিয়ন নোশিন

Sahab Uddin
May 29, 2024 9:41 pm
Link Copied!

ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম আবারও শিরোপা নিশ্চিত করেছেন। ১০ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন হয়েছেন নোশিন আঞ্জুম।

এ নিয়ে টানা দুই বার জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হলেন নোশিন। আজ (বুধবার) দ্বিতীয় বারের মতো সেরা হয়ে নোশিন বলেন, ‘গতবারের চেয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়েছে। এবার অনেক নতুন খেলোয়াড় ছিল তারা বেশ চ্যালেঞ্জ দিয়েছে।’ টানা দুই বার শিরোপা জেতার পর এবার তার লক্ষ্য হ্যাটট্রিক, ‘এখন তো একটাই লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জেতা।’ দেশের এই মহিলা-সেরা দাবাড়ু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় রয়েছেন।

আজ দশম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন। সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন দ্বিতীয় স্থানে রয়েছেন। ফলে আগামীকাল শেষ রাউন্ডে নোশিন হারলেও প্রথম স্থান চ্যুত হওয়ার সুযোগ নেই। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন হওয়ায় সামনে আন্তর্জাতিক অনেক টুর্নামেন্টে নোশিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশ এবং কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা চতুর্থ স্থানে রয়েছেন। আগামীকাল শেষ রাউন্ডের পর শীর্ষ পাঁচ জন জুলাইয়ে হাঙ্গেরিতে বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলার সুযোগ পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।