‘জিতলে তালি হারলে গালি’ -বাংলাদেশ ক্রিকেটের অনেক ভক্ত-সমর্থকের এমন আচরণ প্রভাব ফেলেছে টাইগার দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনেও। এক ম্যাচ জিতে দর্শকদের কাছ থেকে যে পরিমাণ তালি পান, এক ম্যাচ হেরে তার চেয়ে বেশি দুর্নাম জোটে। শ্রীলঙ্কার কাছে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে আগে সে কথাই তুলে ধরলেন শান্ত। অনেকটা আক্ষেপ করেই বলেছেন, এক ম্যাচ হারলেই আমরা খারাপ দল হয়ে যাই।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। খেলা শুরু দুপুর ২টা ৩০ মিনিটে। একদিন বিরতি দিয়ে ১৫ মার্চ হবে দ্বিতীয়টি। ১৮ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুটি টেস্ট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে শান্ত বলেছেন, ‘এক ম্যাচ হারের পর আমরা সম্ভবত খারাপ দল হয়ে যাই। রমজান শুরুর কারণেই হয়তোবা এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। এটা নিয়ে আমরা চিন্তিত নই। যারা দলকে অনুসরণ করে, তারা সবসময়ই মাঠে আসবে।’
‘দলগতভাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ২০১৫-২০২২ সালের মধ্যে সময়টা বেশি ভালো গিয়েছিল। এমনটা ঘটে। এ পর্যায়ে আসলে এমনটা ঘটে। সুতরাং, ভালো শুরুটা বেশ জরুরি।’
‘চট্টগ্রামের কন্ডিশনে বোলাররা কীভাবে মানিয়ে নেয় সেটা বেশ গুরুত্বপূর্ণ। এটা দলের জন্য চ্যালেঞ্জ বটে। কোন পরিবেশে তারা বল করছে সেটা বিবেচনা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে কারা কত রান দিচ্ছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’ যোগ করেন শান্ত।
বাংলাদেশ টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ মহারণ। আছে টেস্ট সিরিজও। অধিনায়ক শান্ত দল নিয়ে বেশ আশাবাদীই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।