আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৩টি রেকর্ড গড়েছেন শারমিন আক্তার। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তারকা ব্যাটসম্যান সিরিজের প্রথম ম্যাচে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ইনিংস। সেই ম্যাচেই ৩টি রেকর্ড গড়েন তিনি।
শারমিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে ৪১ বলে পঞ্চাশ পূর্ণ করে রেকর্ড গড়েন। বাংলাদেশ নারী দলের হয়ে এটিই দ্রুততম ফিফটি। এতদিন এই রেকর্ডটি ছিল রুমানা আহমেদের দখলে। তিনি ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে রেকর্ড গড়েছিলেন।
শারমিন ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলার পথে হাঁকান ১৪টি বাউন্ডারি। ইনিংসে সর্বোচ্চ ১৪টি চার হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে মুর্শিদা খাতুন ইনিংসে সর্বোচ্চ ১২টি চার মেরেছিলেন।
সিরিজের প্রথম ম্যাচে ৯৬ রান করার পথে আরও একটি রেকর্ড গড়েন শারমিন আক্তার। তিনি সেই ম্যাচে ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ রান করেন। দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক ইনিংসে বাউন্ডারির সাহায্যে এটাই সর্বোচ্চ রান সংগ্রহের নজির।
এর আগে গত বছরের ডিসেম্বরে মুর্শিদা খাতুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ বলে খেলেন ৯১ রানের ইনিংস। তিনি সেই ইনিংসে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৮ রান করেছিলেন। এক বছর পর তার সেই রেকর্ড ভেঙে দেন সতীর্থ শারমিন আক্তার।
২৭ নভেম্বর মিরপুরে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শারমিন আক্তার। তার ৯৬ রানের ইনিংসে ভর করে সেদিন বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ ২৫২ রান করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।