রাত পোহালেই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উপমহাদেশে এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। তবে এবারই প্রথম ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা ও ২০১১ সালে সর্বশেষ ভারত-শ্রীলঙ্কা ও বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে সফল হয়েছিল।
উপমহাদেশে বিশ্বকাপের মতো বড় আসর মানেই বাড়তি উন্মাদনা। এর আগের তিন আসরই প্রমাণ করেছে এখানকার সমর্থকরা কী পরিমাণ ক্রিকেটপ্রেমী।
এবারের আসর অনুষ্ঠিত হবে ৪৬ দিনে। ১০টি দলের অংশগ্রহণে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি ভিন্ন ভেন্যুতে। আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপের গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এছাড়া আগামী ১৪ অক্টোবর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ইতোমধ্যেই হাইভোল্টেজ ম্যাচগুলোর টিকিট বিক্রিও প্রায় শেষ।
বিশ্বকাপে বাংলাদেশ দলের মিশন শুরু হবে উদ্বোধনের দুদিন পর। আগামী ৭ অক্টোবর শনিবার ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্যাট-বলের স্বপ্ন বুনতে নামবে টিম টাইগার্স।
বিশ্বকাপের ১৩তম আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতি হওয়ায় প্রতিটি দলকে বাকি ৯ প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। নকআউট বাদে প্রতিটি দলকেই খেলতে হবে ৯টি করে ম্যাচ। বিশ্বকাপের পর্দা ওঠার আগে এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু-সময়-সূচি।
বাংলাদেশ দলের বিশ্বকাপে সব ম্যাচের সময়-সূচি
৭ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, বেলা ১১টা)
১০ অক্টোবর : বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, বেলা ১১টা)
১৩ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, দুপুর ২টা ৩০মিনিট)
১৯ অক্টোবর : বাংলাদেশ-ভারত (পুনে, দুপুর ২টা ৩০ মিনিট)
২৪ অক্টোবর : বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, দুপুর ২টা ৩০ মিনিট)
২৮ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ডস (কলকাতা, দুপুর ২টা ৩০ মিনিট)
৩১ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, দুপুর ২টা ৩০ মিনিট)
৬ নভেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা (দিল্লি, দুপুর ২টা ৩০ মিনিট)
১১ নভেম্বর : বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, বেলা ১১টা)
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।