ঢাকাFriday , 25 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘এক ওভারে ৭ ছক্কা হাঁকানো’ আফগান তারকাকে দলে ভেড়াল রংপুর

BDKL DESK
October 25, 2024 10:04 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের বহুল আকাঙ্ক্ষিত প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। একইসঙ্গে শেষ হয়েছে টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কাজ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে পূরণ করেছে তাদের নির্ধারিত কোটা। যদিও ফ্রাঞ্চাইজিগুলো চাইলে আরও ক্রিকেটার অন্তর্ভূক্ত করতে পারবে।
তারই অংশ হিসেবে এবার ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে আফগানিস্তানের তরুণ ক্রিকেটারকে। যিনি আলোচনায় এসেছিলেন আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে। চলতি ইমার্জিং এশিয়া কাপেও দুর্দান্ত ছন্দে আছেন এ ক্রিকেটার। ২৩ বছর বয়সী সেদিকুল্লাহ অটলের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো সমৃদ্ধ না।

সেদিকুল্লাহ অটল বাঁ হাতি ওপেনিং ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মাত্র ৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফগানিস্তানের জার্সি গায়ে। সেখানে ৮৩.৭২ স্ট্রাইকরেটে করেছেন মাত্র ৭২ রান। তারপরও তার মারকুটে ব্যাটিংয়ের জন্য তিনি বিশ্ব ক্রিকেটে আলোচনার শীর্ষে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিকুল্লাহকে অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ফেসবুকে তারা লিখেছে, সেদিকুল্লাহ অটলকে রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠছে।

রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান সোহান, সেদিকুল্লাহ অটল, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।