ঢাকাFriday , 31 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

একা একা অনুশীলন করলেন সাকিব

BDKL DESK
May 31, 2024 10:36 pm
Link Copied!

রান খরা কাটাতে মরিয়া সাকিব আল হাসান। নিউইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিন প্রায় দুই ঘণ্টা ব্যাটিং প্র্যাকটিস করেন তিনি। চোখের সমস্যার জন্য হেড পজিশন ঠিক হয়নি এখনও। এরপরও নেটে খেলেছেন বিগ শট, সাহায্য নেন হেড কোচ হাথুরু এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের।

অনুশীলন ভেন্যুতে বাংলাদেশ দল পৌছানোর বেশ খানিক সময় পরে একাই মাঠে আসেন সাকিব আল হাসান। হন্তদন্ত হয়ে এসেই ব্যাট প্যাড নিয়ে রেডি ব্যাটিংয়ের জন্য। গেলো বিশ্বকাপ থেকে রান খরা সাকিবের ব্যাটে। চোখের সমস্যার জন্য ব্যাটিংয়ের সময় হেড পজিশন ঠিক থাকে না সাকিবের। সেই সমস্যা যে এখনও পুরোপুরি কাটেনি তা স্পষ্ট তার ব্যাটিং অনুশীলনে। বল হিট করার ঠিক আগ মুহূর্তে বদলে যায় হেড পজিশন।

সাকিবের দিকে আলাদা নজর ছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। কয়েকটা করে বল ফেইস করেই চলে গেছেন কোচদের কাছে। ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটাও শুধরে নিয়েছেন।

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে ক্যান্টিঅগ পার্কের নেটে বাংলাদেশ অনুশীলন করে প্রায় দুই ঘন্টা। এর পুরোটা সময় সাকিব ব্যাটিং করে গেছেন বিরামহীন ভাবে।

ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আরও একটা অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। গেল বিশ্বকাপে ইনজুরির জন্য টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি সাকিব। যদিও তার নেতৃত্বে গেলো এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ।

কলম্বোতে সেই ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব খেলেছিলেন ৮০ রানের ইনিংস। হয়েছিলেন ম্যাচ সেরাও। প্রস্তুতি ম্যাচ হলেও টিম ইন্ডিয়ার বিপক্ষেই আবারও হাসুক সাকিবের ব্যাট। এটাই তো সবার চাওয়া।

গেল ১৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোন ফিফটি পাননি সাকিব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে ছিলেন না সফল। যার কারণে অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন সাকিব। বারবার কোচ হাথুরুসিংহে ও হেম্পের পরামর্শ নিয়েছেন। হয়তো ড্রপিং পিচে বাংলাদেশের খেলার তেমন অভিজ্ঞতা নেই বলেই কোচদের থেকে পরামর্শ নিয়েছেন সাকিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।