পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠেছে আজ শুক্রবার (১১ এপ্রিল)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পিএসএলের সবচেয়ে সফল দুই দল ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড তিনবার এবং লাহোর কালান্দার্স দু’বার করে শিরোপা ঘরে তুলেছে।
এবারের পিএসএলে তিনজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। করাচি কিংসের হয়ে খেলবেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, লাহোর কালান্দার্সে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।
তবে লাহোর কালান্দার্সের হয়ে আজকের ম্যাচে মাঠে নামার সম্ভাবনা থাকলেও একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। টসে জিতে ইসলামাবাদ ইউনাইটেড অধিনায়ক শাদাব খান লাহোর কালান্দার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এরপর একাদশ ঘোষণা হলে দেখা যায়, রিশাদের নাম সেখানে নেই।
লাহোর কালান্দার্স একাদশ
ফখর জামান, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড উইজ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), জাহান্দাদ খান, হারিস রউফ, আসিফ আফ্রিদি।
কোথায় দেখা যাবে খেলা?
বাংলাদেশে পিএসএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি। এছাড়া খেলা দেখা যাবে টি স্পোর্টস অ্যাপে। আন্তর্জাতিকভাবে পিএসএল উপভোগ করতে পারবেন পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও ৫, এবং স্পোর্টজেডএক্স অ্যাপের মাধ্যমে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।