সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরেছেন অধিনায়ক লিটন দাস। শুরুতে ব্যাট করবে তার দল। এর আগে প্রথম টি-২০ ম্যাচেও টস হেরেছিলেন তিনি। শুরুতে ব্যাট করে পারভেজ ইমনের শতকে দুইশ’ ছোঁয়া রান করে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশ ও আরব আমিরাতের দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল। তবে দুই বোর্ড সিরিজটি তিন ম্যাচের করার বিষয়ে সম্মত হয়েছে। দ্বিতীয় এই ম্যাচে একাদশে চার পরিবর্তন এসেছে বাংলাদেশ।
আগের ম্যাচের সেঞ্চুরি করা ওপেনার পারভেজ ইমন একাদশে নেই। তার জায়গায় নেওয়া হয়েছে নাজমুল শান্তকে। পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে ছুটি নিয়েছেন। তার জায়গায় একাদশে ঢুকেছেন বাঁ-হাতি পেসার শরিফুল। হাসান মাহমুদের জায়গায় একাদশে আছেন নাহিদ রানা।
এছাড়া টি-২০ দলের সহ অধিনায়ক শেখ মেহেদী একাদশে জায়গা পাননি। তার জায়গায় লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকে একাদশে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদ রানা।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসেম, আরিয়ানশ শর্মা, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরেশার, মোহাম্মদ জোহাইব, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান, সগির খান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।