ঢাকাMonday , 21 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

একজনকে তো ৫০ বছর খেলাতে পারবেন না– সাকিব ইস্যুতে তাইজুল

BDKL DESK
October 21, 2024 9:52 pm
Link Copied!

মিরপুর টেস্টে ব্যাটারদে ব্যর্থতায় ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে দলকে আশার আলো দেখিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তার ফাইফারে উইকেট শিকারে এখনো লড়াইয়ে টিকে আছে টাইগাররা। ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে স্বাগতিকদের চেয়ে এগিয়ে আছে ৩৪ রানে। এদিকে ঢাকা টেস্টের প্রথম দিনে সাকিবের পর ২০০ উইকেটের তালিকায় নামা লেখান তাইজুল। প্রথম দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাঁহাতি স্পিনার।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দিয়ে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তার নামের পাশে রাজনৈতিক ট্যাগে হত্যা মামলার ইস্যুতে দেশে ফিরতে পারেননি তিনি। টাইগার এই অলরাউন্ডারের বিদায় সভাবিক ভাবে মেনে নিয়েছে তাইজুল ইসলাম।

তিনি বলেন, ‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’

এরপর গণমাধ্যমের প্রশ্ন উঠে- দলে সাকিব না থাকায় সেই সুযোগে নিজেক বেশি মেলে ধরেছেন কিনা। এমন প্রশ্নে কিছুটা বিরক্ত সুরে তাইজুল বলেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই তাই তো। সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।’

সাকিব ইস্যুতে তিনি আরও যোগ করে বলেন, ‘আসলে সাকিব ভাই থাকলেও আমি সাকিব ভাইয়ের কারণে উইকেট পেয়েছি, সাকিব ভাই না থাকলেও তার কারণে উইকেট পেয়েছি। বিষয়টা হয়ে গেছে এমন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।