জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন স্বার্থক হওয়ার খুব কাছে এখন মৃত্যুঞ্জয় চৌধুরী। অভিষেক না হলেও ইতোমধ্যেই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। আর দলে ডাক পাওয়ার একদিন পর আজ সোমবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে প্রকাশ করেছেন নিজের অনূভুতি।
তিনি বলেন, ‘আসলে আমি গতকাল প্রেস কনফারেন্সটা দেখছিলাম। পরে মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, তারা আমাকে জানায়। ভালো লাগছে যে সবাই এই দিনটার অপেক্ষায় ছিল, সবাই শুভেচ্ছা জানাচ্ছিল। খুব ভালো লাগছে। সবার আগে আব্বুকেই ফোন দিয়েছি। পরিবারকে জানিয়েছি। বেশি সময় কথা হয়নি, যেহেতু সবাই ফোন দিচ্ছিল। কিন্তু তারা খুবই খুশি।’
মৃত্যুঞ্জয় যোগ করেন, ‘সারাজীবন তারা এই একটা দিনের জন্য অপেক্ষা করছিল যে- কবে জাতীয় দলে ছেলে সুযোগ পাবে। তো এই অনুভূতিগুলো বলে প্রকাশ করা খুব মুশকিল। কিন্তু আমিও খুশি, আমার ফ্যামিলিও খুব খুশি।’
আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পাবেন কি না এমন প্রশ্নে মৃত্যুঞ্জয় বলেন, ‘যেহেতু ১৫ জন সদস্যের মধ্যে রয়েছি আমি। সেরাটা দিয়ে চেষ্টা করব যেন আমি একাদশে থাকতে পারি। আর পেস বোলারদের মধ্যে আমি যেহেতু ব্যাটিংয়ে একটু ভালো, তাই এই ব্যাপারটা আমাকে একটু এগিয়ে রাখবে। দলের প্রয়োজনে অলরাউন্ডার হিসেবে খেলার একটা সুযোগ থাকতে পারে। সেটা আমার জন্য খুব ভাল হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।