ঢাকাMonday , 4 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এই দলের বেঞ্চও শক্তিশালী: কোচ টিটু

Sahab Uddin
December 4, 2023 11:06 pm
Link Copied!

ঋতুপর্ণা চাকমা বেঞ্চের ফুটবলার। কৃষ্ণা রানীর ইনজুরিতে শুরুতে একাদশে ঢুকে জাত চিনিয়েছেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই সামর্থ্য দেখিয়েছেন। সোমবার দলের ৮-০ গোলের জয়ে তিনি দুই গোল করেছেন। করিয়েছেন তিন গোল।

শুধু ‘সুপার সাব’ ঋতুপর্ণা নয় বেঞ্চের মাতসুসিমা সুমাইয়া, শামুসুন্নাহার জুনিয়র গোল করেছেন। দলের এমন বেঞ্চ শক্তিতে উচ্ছ্বসিত মেয়েদের কোচ সাইফুল বারী টিটু, ‘সবচেয়ে ভালো লেগেছে সুমাইয়া, শামসুন্নাহার বেঞ্চে থেকে যেভাবে পারফরম্যান্স করেছে। বলতেই পারেন, এই দলের বেঞ্চও অনেক শক্তিশালী।’

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। পরের ম্যাচে প্রত্যাশা ছাড়ানো ৮-০ গোলের জয়। মেয়েদের মানসিকতার কৃতিত্ব দিয়েছেন কোচ টিটু, ‘আমি আগেও বলেছি, ওরা মেন্টালি খুব টাফ। প্রথম ম্যাচে আমরা খুব সহজেই জিতেছিলাম। কিন্তু একই প্রতিপক্ষের বিপক্ষে আট গোলে জিতে ভিন্ন মেন্টালিটি দেখিয়েছে মেয়েরা।’

সিঙ্গাপুরের দলে বরুশিয়া ডর্টমুন্ডের নারী দলে খেলা স্ট্রাইকার দানেলে তানে আছেন। কিন্তু ম্যাচে কোন প্রভাব রাখতে পারেননি তিনি। কোচ জানিয়েছেন, তেমন পরিকল্পনাও ছিল না তাকে নিয়ে, ‘ডর্টমুন্ড মেয়েদের টিম সবে শুরু করেছে। ভেবেছিলাম, নাম্বার নাইন দাঁড়িয়ে আমাদের সমস্যায় ফেলবে। কিন্তু তাকে নিয়ে দলের বিশেষ পরিকল্পনা ছিল না।’

বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা তারকা অধিনায়ক সাবিনা খাতুন। তিনি ম্যাচে এক গোল করেছেন। তবে মিস করেছেন বেশ কিছু সুযোগ। তার নেওয়া ফ্রি কিক বা কর্ণার কিক থেকে গোল পেয়েছে দল। কোচ টিটু জানিয়েছেন, তার সবচেয়ে ভালো লেগেছে বদলি নামা ফুটবলারদের পারফরম্যান্স ক্ষুধা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।